প্রতিনিধি
সিলেট: আগামী কয়েক দিনে ভারতের চেরাপুঞ্জি ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তেমনটি হলে ভারত থেকে আসা উজানের ঢলে সিলেটের কয়েকটি সীমান্ত উপজেলায় বন্যার আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুজ্জামান সরকার জানান, আবহাওয়ার পূর্বাভাসে ভারতের চেরাপুঞ্জি, মেঘালয়, শিলংসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় আগামী এক সপ্তাহের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ জন্য সিলেটের সীমান্তবর্তী কিছু উপজেলায় বন্যা দেখা দিতে পারে। উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের বিভিন্ন জায়গা প্লাবিত হতে পারে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত সিলেটে তুলনামূলক বৃষ্টিপাত কমই হয়েছে। তাই কয়েক দিন টানা বৃষ্টি হলেও খুব বেশি সমস্যা হবে না। নিম্নাঞ্চলে কিছুটা প্লাবন দেখা দিতে পারে। তবে উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কারণে বন্যার আশঙ্কা করা হচ্ছে।’
এদিকে সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে গত দুদিনের টানা বৃষ্টির ফলে বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার সবকটি ছোট-বড় নদীর পানি বেড়েছে। পাহাড়ি ঢল নেমে এলে প্লাবন আরও বাড়ার শঙ্কা রয়েছে। তাই নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
উপজেলার প্রধান নদ-নদীর মধ্যে সারি নদী, বড়গাং নদী, রাংপানি নদীর পানি বেড়েছে। যেকোনো সময় নদীর পানি আরও বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এমনকি জৈন্তাপুর উপজেলা মেঘালয়ের পাদদেশে হওয়ায় এবং টানা বৃষ্টির ফলে যেকোনো সময় পাহাড়ি ঢল নামার আশঙ্কা রয়েছে।
সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, সিলেট বিভাগজুড়ে টানা বৃষ্টি অব্যাহত থাকবে। তবে পরিমাণ কিছুটা কম-বেশি হতে পারে। গত ৩১ মে সিলেটে ৭৫ মিলিমিটার, ১ জুন ৩৮ মিলিমিটার এবং ২ জুন ৩৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সাঈদ আহমেদ চৌধুরী বলেন, গত মাসের তুলনায় এ মাসে বৃষ্টি বেশি হলেও তা খুব বেশি নয় এবং অস্বাভাবিক বৃষ্টির আশঙ্কাও খুব বেশি নেই। তবে ভারতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সাত দিনের মধ্যে সিলেটের ওপারে মেঘালয়, শিলং, চেরাপুঞ্জিসহ বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় বৃষ্টি হলে উজান থেকে নেমে আসা ঢলে বিভিন্ন জায়গায় বন্যা হতে পারে। তিনি বলেন, ‘ভারতের চেরাপুঞ্জি বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ এলাকা। তাই এখানে বৃষ্টি বেশি হলে ওই এলাকার পানি আমাদের নিম্নাঞ্চল প্লাবিত করে দিতে পারে। সে হিসেবে আমাদের সতর্ক থাকতে হবে।’
এরই মধ্যে আগাম সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া সেল) শাম্মা লাবিবা অর্ণব। তিনি বলেন, জেলা প্রশাসন থেকে সব রকম প্রস্তুতি আছে। আগামী এক সপ্তাহে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, তার পূর্বাভাস সম্পর্কে অবগত আছে জেলা প্রশাসন। সে অনুযায়ী সব প্রস্তুতিও নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার মাধ্যমে সবকিছু তত্ত্বাবধান করা হচ্ছে।
সিলেট: আগামী কয়েক দিনে ভারতের চেরাপুঞ্জি ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তেমনটি হলে ভারত থেকে আসা উজানের ঢলে সিলেটের কয়েকটি সীমান্ত উপজেলায় বন্যার আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুজ্জামান সরকার জানান, আবহাওয়ার পূর্বাভাসে ভারতের চেরাপুঞ্জি, মেঘালয়, শিলংসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় আগামী এক সপ্তাহের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ জন্য সিলেটের সীমান্তবর্তী কিছু উপজেলায় বন্যা দেখা দিতে পারে। উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের বিভিন্ন জায়গা প্লাবিত হতে পারে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত সিলেটে তুলনামূলক বৃষ্টিপাত কমই হয়েছে। তাই কয়েক দিন টানা বৃষ্টি হলেও খুব বেশি সমস্যা হবে না। নিম্নাঞ্চলে কিছুটা প্লাবন দেখা দিতে পারে। তবে উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কারণে বন্যার আশঙ্কা করা হচ্ছে।’
এদিকে সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে গত দুদিনের টানা বৃষ্টির ফলে বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপজেলার সবকটি ছোট-বড় নদীর পানি বেড়েছে। পাহাড়ি ঢল নেমে এলে প্লাবন আরও বাড়ার শঙ্কা রয়েছে। তাই নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
উপজেলার প্রধান নদ-নদীর মধ্যে সারি নদী, বড়গাং নদী, রাংপানি নদীর পানি বেড়েছে। যেকোনো সময় নদীর পানি আরও বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এমনকি জৈন্তাপুর উপজেলা মেঘালয়ের পাদদেশে হওয়ায় এবং টানা বৃষ্টির ফলে যেকোনো সময় পাহাড়ি ঢল নামার আশঙ্কা রয়েছে।
সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, সিলেট বিভাগজুড়ে টানা বৃষ্টি অব্যাহত থাকবে। তবে পরিমাণ কিছুটা কম-বেশি হতে পারে। গত ৩১ মে সিলেটে ৭৫ মিলিমিটার, ১ জুন ৩৮ মিলিমিটার এবং ২ জুন ৩৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সাঈদ আহমেদ চৌধুরী বলেন, গত মাসের তুলনায় এ মাসে বৃষ্টি বেশি হলেও তা খুব বেশি নয় এবং অস্বাভাবিক বৃষ্টির আশঙ্কাও খুব বেশি নেই। তবে ভারতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সাত দিনের মধ্যে সিলেটের ওপারে মেঘালয়, শিলং, চেরাপুঞ্জিসহ বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় বৃষ্টি হলে উজান থেকে নেমে আসা ঢলে বিভিন্ন জায়গায় বন্যা হতে পারে। তিনি বলেন, ‘ভারতের চেরাপুঞ্জি বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ এলাকা। তাই এখানে বৃষ্টি বেশি হলে ওই এলাকার পানি আমাদের নিম্নাঞ্চল প্লাবিত করে দিতে পারে। সে হিসেবে আমাদের সতর্ক থাকতে হবে।’
এরই মধ্যে আগাম সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া সেল) শাম্মা লাবিবা অর্ণব। তিনি বলেন, জেলা প্রশাসন থেকে সব রকম প্রস্তুতি আছে। আগামী এক সপ্তাহে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, তার পূর্বাভাস সম্পর্কে অবগত আছে জেলা প্রশাসন। সে অনুযায়ী সব প্রস্তুতিও নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার মাধ্যমে সবকিছু তত্ত্বাবধান করা হচ্ছে।
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
২ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৫ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৯ ঘণ্টা আগে