শাবিপ্রবি প্রতিনিধি
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নুর মো. বায়েজীদ নামে এক ছাত্রলীগের কর্মীকে আটক করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে প্রক্টরদের উপস্থিততে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
আটক নুর মো. বায়েজীদ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শাবিপ্রবি শাখার সক্রিয় কর্মী ও পদপ্রত্যাশী ছিলেন।
শিক্ষার্থীরা জানান, আটক ছাত্রলীগ কর্মী বিগত জুলাই গণ-অভ্যুত্থানে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিল। তবে ১৫ জুলাই আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলন বলে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ায়। এতে করে ছাত্রলীগের তোপের মুখে পড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী আন্দোলনের শাবিপ্রবি শাখার সদস্যসচিব হাফিজুল ইসলাম বলেন, ‘আমরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছি। আটক শিক্ষার্থী আমাদের আন্দোলনে প্রথম দিকে সক্রিয় থাকলেও পরবর্তীতে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ায়। এর প্রেক্ষিতে ছাত্রলীগ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অনেকে আহত হন।’
তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে বিরোধিতা করায় তার নামে একাধিক মামলা রয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছি। তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।’
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমাদের টিম হাজির হয়ে একজনকে আটক করে থানায় নিয়ে এসেছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যথোপযুক্ত প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়েছি শিক্ষার্থীরা একজনকে আটক করেছে। পরবর্তীতে আমরা সেখানে সহকারী প্রক্টরদের পাঠাই। প্রক্টর ও শিক্ষার্থীদের সমন্বয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। কোনো ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি।’
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নুর মো. বায়েজীদ নামে এক ছাত্রলীগের কর্মীকে আটক করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে প্রক্টরদের উপস্থিততে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
আটক নুর মো. বায়েজীদ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ শাবিপ্রবি শাখার সক্রিয় কর্মী ও পদপ্রত্যাশী ছিলেন।
শিক্ষার্থীরা জানান, আটক ছাত্রলীগ কর্মী বিগত জুলাই গণ-অভ্যুত্থানে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিল। তবে ১৫ জুলাই আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলন বলে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ায়। এতে করে ছাত্রলীগের তোপের মুখে পড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী আন্দোলনের শাবিপ্রবি শাখার সদস্যসচিব হাফিজুল ইসলাম বলেন, ‘আমরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছি। আটক শিক্ষার্থী আমাদের আন্দোলনে প্রথম দিকে সক্রিয় থাকলেও পরবর্তীতে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ায়। এর প্রেক্ষিতে ছাত্রলীগ আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে অনেকে আহত হন।’
তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে বিরোধিতা করায় তার নামে একাধিক মামলা রয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছি। তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।’
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমাদের টিম হাজির হয়ে একজনকে আটক করে থানায় নিয়ে এসেছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যথোপযুক্ত প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়েছি শিক্ষার্থীরা একজনকে আটক করেছে। পরবর্তীতে আমরা সেখানে সহকারী প্রক্টরদের পাঠাই। প্রক্টর ও শিক্ষার্থীদের সমন্বয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। কোনো ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি।’
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৩ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
২৮ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩১ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে