Ajker Patrika

নবীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮: ৪৪
নবীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

হবিগঞ্জের নবীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টা উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে এ সংঘর্ষে ঘটনা ঘটে। 

নিহত মন মিয়া (৭০) মোস্তফাপুর গ্রামের মৃত কদর উল্লাহর ছেলে। এ ঘটনায় তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের তকমত উল্লাহর ছেলে ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাফু আলমের সঙ্গে মৃত কদর উল্লাহর ছেলে মন মিয়ার বিরোধ চলে আসছে। এর জেরে আজ দুপুরে সাফু আলম ও মন মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 
 
সংঘর্ষ চলাকালে ইটপাটকেল ও লোহাজাতীয় দেশীয় অস্ত্রের নিক্ষেপ করা হয়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে বৃদ্ধ মন মিয়া নিহত হন। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী ও ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. নোমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ওসি মাসুক আলী সংঘর্ষে বৃদ্ধ নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে, এরই জের ধরে সংঘর্ষ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত