নিজস্ব প্রতিবেদক সিলেট
বসার স্থান নিয়ে সিলেট নগরের পাঠানটুলায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত ও সাতটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আজ বুধবার রাত আটটার পরে স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
সংঘর্ষে আহতরা হলেন- বিদ্যুৎ, রশিদ, কয়েছ, রিপন ও আলী। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপ-কমিশনার আজবাহার আলী শেখ ঘটনাস্থল পরিদর্শন করে আজকের পত্রিকাকে বলেন, ‘বসার স্থান নিয়ে তরুণদের মধ্যে মারামারিতে ৫/৬ জন আহত হয়ে ওসমানীতে ভর্তি হয়েছে। এ সময় ৬-৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক।’
পাঠানটুলা এলাকার স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পাঠানটুলা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগের দুটি গ্রুপের নেতাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে দুই পক্ষের অনুসারীরা সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন; পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এ সময় উভয়পক্ষের ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। এরা যুবলীগের কেউ না, ‘নামদারী’ যুবলীগ। কোনো দিন যুবলীগের মিছিল-মিটিংয়েও ছিল না।’
বসার স্থান নিয়ে সিলেট নগরের পাঠানটুলায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত ও সাতটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আজ বুধবার রাত আটটার পরে স্কলার্সহোম স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
সংঘর্ষে আহতরা হলেন- বিদ্যুৎ, রশিদ, কয়েছ, রিপন ও আলী। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপ-কমিশনার আজবাহার আলী শেখ ঘটনাস্থল পরিদর্শন করে আজকের পত্রিকাকে বলেন, ‘বসার স্থান নিয়ে তরুণদের মধ্যে মারামারিতে ৫/৬ জন আহত হয়ে ওসমানীতে ভর্তি হয়েছে। এ সময় ৬-৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক।’
পাঠানটুলা এলাকার স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, পাঠানটুলা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগের দুটি গ্রুপের নেতাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে দুই পক্ষের অনুসারীরা সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন; পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এ সময় উভয়পক্ষের ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। এরা যুবলীগের কেউ না, ‘নামদারী’ যুবলীগ। কোনো দিন যুবলীগের মিছিল-মিটিংয়েও ছিল না।’
রোহিঙ্গা আশ্রয়শিবিরের লার্নিং সেন্টারের (শিক্ষাকেন্দ্র) শিক্ষকেরা চাকরিতে পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। আজ সোমবার উখিয়া কোর্টবাজার স্টেশনে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করেন তাঁরা। এ সময় সড়কের উভয় পাশে দেশি-বিদেশি এনজিও সংস্থার গাড়িসহ বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে। বিকেল ৫টার দিকে সড়ক
৩ মিনিট আগেনোয়াখালী হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজির ইলিশ। মাছটি নিলামে সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরের দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের অলি বাজার ঘাটে মাছটির নিলাম হয়।
২৯ মিনিট আগেময়মনসিংহের হালুয়াঘাটে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে মুক্তার উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ছাড়া হানিফ মিয়া (৫০) নামের আরও একজন আহত হন। আজ সোমবার দুপুরে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ধারা কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনাট্যাচার্য সেলিম আল দীনের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। আজ সোমবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলা ভবন প্রাঙ্গণে ‘ছবির ফ্রেমে অমর জীবননাট্য’ আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে এই আয়োজন শুরু হয়।
১ ঘণ্টা আগে