Ajker Patrika

সিলেটে করোনা আক্রান্ত ৪২ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৭২৮

প্রতিনিধি, সিলেট
আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৩: ৪৬
সিলেটে করোনা আক্রান্ত ৪২ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ৭২৮

সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ৭২৮ জনের নাম। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭১০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১২ জনের। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়।

ডা. হিমাংশু লাল রায় জানান, সিলেট বিভাগের চার জেলায় করোনা আক্রান্ত ও মৃত্যু বাড়ছেই। গত এক দিনে মারা গেছেন ১২ জন। এর মধ্যে ১০ জনই সিলেট জেলার বাসিন্দা। অপর দুজন হবিগঞ্জের বাসিন্দা। তাঁরা সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪১ জনের নমুনা পরীক্ষা করে ৭১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩৪ দশমিক ৭৯ শতাংশ। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৪০৬, সুনামগঞ্জে ৮৭, মৌলভীবাজারে ৬৪ ও হবিগঞ্জে ১৫৩ জন।

নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে করোনা রোগী শনাক্তের সংখ্যা ৪২ হাজার ১৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সিলেট জেলায়ই শনাক্ত হয়েছেন ২৬ হাজার ২২১ জন। এ ছাড়া সুনামগঞ্জে ৪ হাজার ৯০৫, মৌলভীবাজারে ৫ হাজার ৮১৩ ও হবিগঞ্জে ৫ হাজার ৭৬ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৮২ জন।

বিভাগের চার জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৭২৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫৮১, সুনামগঞ্জে ৫২, মৌলভীবাজারে ৬১ ও হবিগঞ্জে ৩৪ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৩ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৬৫, সুনামগঞ্জ জেলায় সাত, হবিগঞ্জ জেলার ১৩, মৌলভীবাজারে চার ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন।

সব মিলিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৪৬ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৩৭, সুনামগঞ্জে ৬২, হবিগঞ্জে ৪৫, মৌলভীবাজারে ২২ জন। 

একই দিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৩৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। যাঁদের মধ্যে ২৪৮ জন সিলেট জেলার বাসিন্দা। এ ছাড়া ২৯ জন সুনামগঞ্জ, ২৩ জন হবিগঞ্জ ও ৫১ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও আটজন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩১ হাজার ৬৭০।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে, আমার জীবন বড় শঙ্কায়: ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত