প্রতিনিধি, সিলেট
সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ৭২৮ জনের নাম। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭১০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১২ জনের। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়।
ডা. হিমাংশু লাল রায় জানান, সিলেট বিভাগের চার জেলায় করোনা আক্রান্ত ও মৃত্যু বাড়ছেই। গত এক দিনে মারা গেছেন ১২ জন। এর মধ্যে ১০ জনই সিলেট জেলার বাসিন্দা। অপর দুজন হবিগঞ্জের বাসিন্দা। তাঁরা সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪১ জনের নমুনা পরীক্ষা করে ৭১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩৪ দশমিক ৭৯ শতাংশ। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৪০৬, সুনামগঞ্জে ৮৭, মৌলভীবাজারে ৬৪ ও হবিগঞ্জে ১৫৩ জন।
নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে করোনা রোগী শনাক্তের সংখ্যা ৪২ হাজার ১৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সিলেট জেলায়ই শনাক্ত হয়েছেন ২৬ হাজার ২২১ জন। এ ছাড়া সুনামগঞ্জে ৪ হাজার ৯০৫, মৌলভীবাজারে ৫ হাজার ৮১৩ ও হবিগঞ্জে ৫ হাজার ৭৬ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৮২ জন।
বিভাগের চার জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৭২৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫৮১, সুনামগঞ্জে ৫২, মৌলভীবাজারে ৬১ ও হবিগঞ্জে ৩৪ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৩ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৬৫, সুনামগঞ্জ জেলায় সাত, হবিগঞ্জ জেলার ১৩, মৌলভীবাজারে চার ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন।
সব মিলিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৪৬ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৩৭, সুনামগঞ্জে ৬২, হবিগঞ্জে ৪৫, মৌলভীবাজারে ২২ জন।
একই দিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৩৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। যাঁদের মধ্যে ২৪৮ জন সিলেট জেলার বাসিন্দা। এ ছাড়া ২৯ জন সুনামগঞ্জ, ২৩ জন হবিগঞ্জ ও ৫১ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও আটজন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩১ হাজার ৬৭০।
সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ৭২৮ জনের নাম। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭১০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১২ জনের। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়।
ডা. হিমাংশু লাল রায় জানান, সিলেট বিভাগের চার জেলায় করোনা আক্রান্ত ও মৃত্যু বাড়ছেই। গত এক দিনে মারা গেছেন ১২ জন। এর মধ্যে ১০ জনই সিলেট জেলার বাসিন্দা। অপর দুজন হবিগঞ্জের বাসিন্দা। তাঁরা সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪১ জনের নমুনা পরীক্ষা করে ৭১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩৪ দশমিক ৭৯ শতাংশ। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৪০৬, সুনামগঞ্জে ৮৭, মৌলভীবাজারে ৬৪ ও হবিগঞ্জে ১৫৩ জন।
নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে করোনা রোগী শনাক্তের সংখ্যা ৪২ হাজার ১৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সিলেট জেলায়ই শনাক্ত হয়েছেন ২৬ হাজার ২২১ জন। এ ছাড়া সুনামগঞ্জে ৪ হাজার ৯০৫, মৌলভীবাজারে ৫ হাজার ৮১৩ ও হবিগঞ্জে ৫ হাজার ৭৬ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৮২ জন।
বিভাগের চার জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৭২৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫৮১, সুনামগঞ্জে ৫২, মৌলভীবাজারে ৬১ ও হবিগঞ্জে ৩৪ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৩ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৬৫, সুনামগঞ্জ জেলায় সাত, হবিগঞ্জ জেলার ১৩, মৌলভীবাজারে চার ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন।
সব মিলিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৪৬ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৩৭, সুনামগঞ্জে ৬২, হবিগঞ্জে ৪৫, মৌলভীবাজারে ২২ জন।
একই দিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৩৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। যাঁদের মধ্যে ২৪৮ জন সিলেট জেলার বাসিন্দা। এ ছাড়া ২৯ জন সুনামগঞ্জ, ২৩ জন হবিগঞ্জ ও ৫১ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে আরও আটজন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৩১ হাজার ৬৭০।
গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নে পারিবারিক কবরস্থানগুলো থেকে রাতের আঁধারে কঙ্কাল চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। গত কয়েক দিনে ৩০ টির বেশি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে বলে দাবি স্থানীয়দের। এতে গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে গ্রামবাসী এখন রাত জেগে পাহারা দিচ্ছেন বলেও জানা গেছে
১ ঘণ্টা আগেস্থায়ী ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা রাজধানীর টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর থেকে প্রায় এক ঘণ্টার বেশি সময় তাঁরা সড়কে অবস্থান করে। এ কারণে আশেপাশের সড়কগুলো যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগেপশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্তে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকার সোমবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
২ ঘণ্টা আগেনোয়াখালীর সুবর্ণচরে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি সড়কের পাশে বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩ ঘণ্টা আগে