সিলেট প্রতিনিধি
কর্তৃপক্ষ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও সিলেটে পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শাখা কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।
এর আগে গত ২৫ জুলাই নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সুলেমান হলে মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি ও আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সমন্বয়ে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন করে ছাত্রলীগ। ১ অক্টোবর সব মিলিয়ে ২৪ জনের কমিটি ঘোষণা করা হয়।
এ বিষয়ে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম অদি আজকের পত্রিকাকে বলেন, ‘২০১০ সালে সংশোধিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের কোথাও বলা হয়নি যে ছাত্ররাজনীতি করা যাবে না। বলা হয়েছে, জঙ্গিবাদে শিক্ষক ও শিক্ষার্থীকে নিরুৎসাহিত করার জন্য ছাত্ররাজনীতি করা যাবে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সারা দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দেশের ১০৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে সিলেটের এই বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্রলীগ কাজ করে যাবে।’
অন্যদিকে ৪ অক্টোবর মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার তারেক ইসলাম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নুসরাত মাহমুদ চৌধুরী, নর্থ ইস্ট ইউনিভার্সিটির মো. শাহজাদা আল সাদিক ও লিডিং ইউনিভার্সিটির প্রক্টর মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে ‘প্রতিষ্ঠালগ্ন থেকে রাজনীতিমুক্ত হওয়ায় অভ্যন্তরে বা বাইরে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে কোনো প্রকার রাজনৈতিক কার্যক্রম করা যাবে না’ বলে জানানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘টাকা খরচ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি রাজনীতি, ধূমপান, র্যাগিং নিষিদ্ধ বলে। এখন যদি এভাবে রাজনীতি শুরু হয়, তাহলে ধীরে ধীরে সবকিছুর আবির্ভাব ঘটবে। এখন ছাত্রলীগ কমিটি দিয়েছে, পরে দেবে ছাত্রদল, ছাত্রশিবিরসহ অনেক সংগঠন। পরে দেখা যাবে, প্রতি সেমিস্টারের টাকাগুলো বৃথা যাচ্ছে, আরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।’
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সদ্য ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেব প্রিয় দে শুভ বলেন, ‘সিলেটের সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছে। এ অবস্থায় সবগুলোতে রাজনীতি নিষিদ্ধ বা কার্যকলাপ করা যাবে না বলে জানাইছে তারা। এখন আমরা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করে যেভাবে সুন্দর সেটা করব।’
নর্থ ইস্ট ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি দ্বীপ রাজ দাস বলেন, ‘ভার্সিটির কাজ হলো শিক্ষা দেওয়া, আর আমার কাজ হলো রাজনীতি করা। এ ক্ষেত্রে রাজনীতি তার আপন গতিতে চলবে। যে রকম প্রোগ্রাম করা যায়, আমরা করব। নর্থ ইস্ট ইউনিভার্সিটি জায়ামাত-শিবিরের এজেন্ডা বাস্তবায়নের লাগি হয়তোবা এ রকম কাজ করছে। আমরা ছাত্রলীগের রাজনীতি করি, ভার্সিটি নিষেধাজ্ঞা দিল কি না দিল এসবের তোয়াক্কা আমরা করি না।’
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘বাংলাদেশের কোনো আইনে নাই যে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ। প্রধানমন্ত্রীর নির্দেশ বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি থাকবে। ছাত্ররাজনীতি ছাত্রদের মৌলিক অধিকার। এখানে কেন রাজনীতি করা যাবে না? ছাত্ররা যদি রাজনীতি না করে, তাহলে মূর্খরা তো রাজনীতিতে থাকবে। এর আগে ছাত্রদলের কমিটি হইছে আমাদের বিশ্ববিদ্যালয়ে। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন এ রকম করেনি। তাহলে ছাত্রলীগের বেলায় কেন? আমরা জেলা-মহানগর আওয়ামী লীগের নেতাদের নিয়ে বসে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করব।’
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) নুসরাত মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের ভার্সিটিতে রাজনীতি নিষিদ্ধ। যেহেতু আমাদের ভার্সিটি কর্তৃপক্ষ এই কমিটি করেনি, সেহেতু এখানে কোনো প্রভাব পড়বে না। যারা কমিটি করেছে, তারা ভার্সিটির মধ্যে কোনো কার্যক্রম করতে পারবে না বলে আমরা নোটিশ করেছি।’
মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার তারেক ইসলাম বলেন, ‘আমরা নোটিশের মাধ্যমে অলরেডি জানিয়ে দিয়েছি, ক্যাম্পাসের মধ্যে কোনো কিছু (রাজনীতি) অ্যালাউ করব না। বাইরে কেউ কিছু করলে সেটা আমাদের কন্ট্রোলের বাইরে। ক্যাম্পাসের ভেতরে কেউ কিছু করলে আমাদের প্রক্টরিয়াল বডি বিধি মোতাবেক ব্যবস্থা নেবে।’
আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার সৈয়দ জগলুল পাশা বলেন, ‘আমাদের ক্যাম্পাসে আগে থেকেই রাজনীতি নিষিদ্ধ। আমরা ইন্টারনালভাবে ক্যাম্পাসের সবাইকে সেটা আবারও জানিয়ে দিয়েছি। কেউ কমিটি দিলে, দায়দায়িত্ব তাদের। আমাদের এখানে কোনো প্রকার কার্যক্রম করা যাবে না। এখানের শিক্ষার্থীরা পড়ালেখায় ভালোভাবে মনোযোগ না দিলে কৃতকার্য হতে পারবে না। কারিগরিতে পড়ালেখা করে সবাই ইঞ্জিনিয়ার হবে, তারা অন্য ক্ষেত্রে ব্যয় করার মতো সময়ই পাবে না।’
কর্তৃপক্ষ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পরও সিলেটে পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শাখা কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।
এর আগে গত ২৫ জুলাই নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সুলেমান হলে মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি ও আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সমন্বয়ে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন করে ছাত্রলীগ। ১ অক্টোবর সব মিলিয়ে ২৪ জনের কমিটি ঘোষণা করা হয়।
এ বিষয়ে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম অদি আজকের পত্রিকাকে বলেন, ‘২০১০ সালে সংশোধিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের কোথাও বলা হয়নি যে ছাত্ররাজনীতি করা যাবে না। বলা হয়েছে, জঙ্গিবাদে শিক্ষক ও শিক্ষার্থীকে নিরুৎসাহিত করার জন্য ছাত্ররাজনীতি করা যাবে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা সারা দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দেশের ১০৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে সিলেটের এই বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্রলীগ কাজ করে যাবে।’
অন্যদিকে ৪ অক্টোবর মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার তারেক ইসলাম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নুসরাত মাহমুদ চৌধুরী, নর্থ ইস্ট ইউনিভার্সিটির মো. শাহজাদা আল সাদিক ও লিডিং ইউনিভার্সিটির প্রক্টর মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে ‘প্রতিষ্ঠালগ্ন থেকে রাজনীতিমুক্ত হওয়ায় অভ্যন্তরে বা বাইরে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে কোনো প্রকার রাজনৈতিক কার্যক্রম করা যাবে না’ বলে জানানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘টাকা খরচ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি রাজনীতি, ধূমপান, র্যাগিং নিষিদ্ধ বলে। এখন যদি এভাবে রাজনীতি শুরু হয়, তাহলে ধীরে ধীরে সবকিছুর আবির্ভাব ঘটবে। এখন ছাত্রলীগ কমিটি দিয়েছে, পরে দেবে ছাত্রদল, ছাত্রশিবিরসহ অনেক সংগঠন। পরে দেখা যাবে, প্রতি সেমিস্টারের টাকাগুলো বৃথা যাচ্ছে, আরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।’
মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সদ্য ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেব প্রিয় দে শুভ বলেন, ‘সিলেটের সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছে। এ অবস্থায় সবগুলোতে রাজনীতি নিষিদ্ধ বা কার্যকলাপ করা যাবে না বলে জানাইছে তারা। এখন আমরা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলদের সঙ্গে আলোচনা করে যেভাবে সুন্দর সেটা করব।’
নর্থ ইস্ট ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি দ্বীপ রাজ দাস বলেন, ‘ভার্সিটির কাজ হলো শিক্ষা দেওয়া, আর আমার কাজ হলো রাজনীতি করা। এ ক্ষেত্রে রাজনীতি তার আপন গতিতে চলবে। যে রকম প্রোগ্রাম করা যায়, আমরা করব। নর্থ ইস্ট ইউনিভার্সিটি জায়ামাত-শিবিরের এজেন্ডা বাস্তবায়নের লাগি হয়তোবা এ রকম কাজ করছে। আমরা ছাত্রলীগের রাজনীতি করি, ভার্সিটি নিষেধাজ্ঞা দিল কি না দিল এসবের তোয়াক্কা আমরা করি না।’
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘বাংলাদেশের কোনো আইনে নাই যে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ। প্রধানমন্ত্রীর নির্দেশ বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি থাকবে। ছাত্ররাজনীতি ছাত্রদের মৌলিক অধিকার। এখানে কেন রাজনীতি করা যাবে না? ছাত্ররা যদি রাজনীতি না করে, তাহলে মূর্খরা তো রাজনীতিতে থাকবে। এর আগে ছাত্রদলের কমিটি হইছে আমাদের বিশ্ববিদ্যালয়ে। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন এ রকম করেনি। তাহলে ছাত্রলীগের বেলায় কেন? আমরা জেলা-মহানগর আওয়ামী লীগের নেতাদের নিয়ে বসে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করব।’
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) নুসরাত মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের ভার্সিটিতে রাজনীতি নিষিদ্ধ। যেহেতু আমাদের ভার্সিটি কর্তৃপক্ষ এই কমিটি করেনি, সেহেতু এখানে কোনো প্রভাব পড়বে না। যারা কমিটি করেছে, তারা ভার্সিটির মধ্যে কোনো কার্যক্রম করতে পারবে না বলে আমরা নোটিশ করেছি।’
মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার তারেক ইসলাম বলেন, ‘আমরা নোটিশের মাধ্যমে অলরেডি জানিয়ে দিয়েছি, ক্যাম্পাসের মধ্যে কোনো কিছু (রাজনীতি) অ্যালাউ করব না। বাইরে কেউ কিছু করলে সেটা আমাদের কন্ট্রোলের বাইরে। ক্যাম্পাসের ভেতরে কেউ কিছু করলে আমাদের প্রক্টরিয়াল বডি বিধি মোতাবেক ব্যবস্থা নেবে।’
আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার সৈয়দ জগলুল পাশা বলেন, ‘আমাদের ক্যাম্পাসে আগে থেকেই রাজনীতি নিষিদ্ধ। আমরা ইন্টারনালভাবে ক্যাম্পাসের সবাইকে সেটা আবারও জানিয়ে দিয়েছি। কেউ কমিটি দিলে, দায়দায়িত্ব তাদের। আমাদের এখানে কোনো প্রকার কার্যক্রম করা যাবে না। এখানের শিক্ষার্থীরা পড়ালেখায় ভালোভাবে মনোযোগ না দিলে কৃতকার্য হতে পারবে না। কারিগরিতে পড়ালেখা করে সবাই ইঞ্জিনিয়ার হবে, তারা অন্য ক্ষেত্রে ব্যয় করার মতো সময়ই পাবে না।’
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কুদ্দুস মোল্লা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
১ সেকেন্ড আগেচট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম আলাউদ্দিন শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
৪ মিনিট আগেগাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। আজ সোমবার সকালে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ..
১২ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ভাঙন দেখা দিয়েছে। মরিচা ইউনিয়নের ভূরকা, হাটখোলা ও কোলদিয়া এলাকায় চার কিলোমিটারজুড়ে এই ভাঙন চলছে। ভাঙন রোধে হাটখোলা থেকে ভূরকা পর্যন্ত এক কিলোমিটার এলাকাজুড়ে বালুভর্তি জিওব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
১৫ মিনিট আগে