Ajker Patrika

বিদ্যুৎ উপকেন্দ্রে পানি, পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধের আশঙ্কা

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২২, ১২: ৩৩
বিদ্যুৎ উপকেন্দ্রে পানি, পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধের আশঙ্কা

সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে আরও অনেক এলাকা। পূর্ব থেকেই প্লাবিত হওয়া এলাকায় পানি আরও বাড়ছে। এবারের বন্যায় পুরো সিলেটের বিদ্যুৎব্যবস্থা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

গত মাসের বন্যায় দক্ষিণ সুরমা, উপশহরসহ কয়েকটি এলাকার বিদ্যুতের সাবস্টেশন পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ করা হয়েছিল বিদ্যুৎ সরবরাহ। কিন্তু এবারের বন্যায় পুরো সিলেটের বিদ্যুৎ সরবরাহকারী কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র বন্ধের উপক্রম হয়েছে। 

কুমারগাঁও গ্রিড উপকেন্দ্র সূত্রে জানা যায়, পুরো সিলেটের বিদ্যুৎ সরবরাহ করা হয় কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে। এই গ্রিড উপকেন্দ্রের সুইচ ইয়ার্ডে (কন্ট্রোলরুমের বাইরের অংশ) বন্যার পানি প্রবেশ করেছে। এখন যদি কন্ট্রোলরুমের ভেতরে পানি প্রবেশ করে, তাহলে এই উপকেন্দ্র বন্ধ রাখতে হবে। এর ফলে বন্ধ হয়ে যাবে সারা সিলেটর বিদ্যুৎব্যবস্থা। 

কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের এক্সেন প্রকৌশলী সুরঞ্জিত সিং বলেন, ‘ইতিমধ্যে কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সুইচ ইয়ার্ডে পানি প্রবেশ করেছে। যে হারে বৃষ্টি হচ্ছে, এটা চলমান থাকলে কন্ট্রোলরুমে পানি প্রবেশ করতে বেশি সময় লাগবে না। যদি কন্ট্রোলরুমে পানি প্রবেশ করে, তাহলে এই গ্রিড উপকেন্দ্র বন্ধ করে দিতে হবে। এই গ্রিড বন্ধ করলে পুরো সিলেটের বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত