শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক কোটা আন্দোলনকারী ও দুই ছাত্রলীগ নেতা দুর্বৃত্তদের হামলার স্বীকার হয়েছেন।
তাঁরা হলেন— কোটা আন্দোলনকারী শিক্ষার্থী বাংলা বিভাগের সাবেক ছাত্র মাহমুদুর রহমান মামুন। আজ বুধবার (১৭ জুলাই) দুপুর দেড়টার দিকে বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে তাঁর ওপর হামলা করা হয়।
অপরদিকে হল থেকে চলে যাওয়ার পথে বেলা ৩টায় শাখা ছাত্রলীগের সহসভাপতি সাজেদুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস চিনুকে বিশ্ববিদ্যালয়ের পাশে নয়াবাজারে মারধর করা হয়।
হামলার পর তাঁরা মাউন্ট এডোরায় হসপিটালে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা যায়।
এ বিষয়ে জানতে শাখা ছাত্রলীগের সহসভাপতি সাজেদুল ইসলামকে কল দিলে নম্বর বন্ধ পাওয়া যায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস চিনুকে কল দিলে তিনি তা রিসিভ করেননি।
তবে সার্বিক বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীবুর রহমান বলেন, আন্দোলনকারীরা ছড়িয়ে ছিল বিভিন্ন পয়েন্টে। তাদেরই এক পক্ষ তাদের ওপর হামলা করে। উজ্জ্বল ও সাজিদ দুজনেই সেখানের পরিচিত এবং সবাই ভালো হিসাবে জানেন। আমাদের ভাইয়ের এই ন্যাক্কার জনক হামলার দাঁত ভাঙা জবাব দেব।
জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের আজ বুধবারের কর্মসূচি শুরুর পূর্বে বিভিন্ন জায়গায় অংশ নেন ছাত্রলীগের স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা। দুপুর দেড়টার দিকে মামুন অটোতে করে আখালিয়ার দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে সে রোডের বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে তাদের হামলার শিকার হন তিনি।
আহত শিক্ষার্থী মাহমুদুর রহমান মামুন বলেন, ‘আমিসহ অটোতে মোট তিনজন যাত্রী ছিলাম। একপর্যায়ে অটো বর্ডার গার্ড স্কুলের সামনে আসে। সেখানে স্পিড ব্রেকার থাকায় চালক অটো স্লো করলে ৮-১০ জন আমাদের জিজ্ঞেস করে আমরা ছাত্রলীগের কর্মী কি না! আমরা ছাত্রলীগ কর্মী নই জানালে তাঁরা তখন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে আমি দৌড় দিলে তারা আমাকে ধাওয়া করে মেরে রক্তাক্ত করে।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদারকে একাধিকবার ফোন দিলেও তাঁকে পাওয়া যায়নি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক কোটা আন্দোলনকারী ও দুই ছাত্রলীগ নেতা দুর্বৃত্তদের হামলার স্বীকার হয়েছেন।
তাঁরা হলেন— কোটা আন্দোলনকারী শিক্ষার্থী বাংলা বিভাগের সাবেক ছাত্র মাহমুদুর রহমান মামুন। আজ বুধবার (১৭ জুলাই) দুপুর দেড়টার দিকে বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে তাঁর ওপর হামলা করা হয়।
অপরদিকে হল থেকে চলে যাওয়ার পথে বেলা ৩টায় শাখা ছাত্রলীগের সহসভাপতি সাজেদুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস চিনুকে বিশ্ববিদ্যালয়ের পাশে নয়াবাজারে মারধর করা হয়।
হামলার পর তাঁরা মাউন্ট এডোরায় হসপিটালে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা যায়।
এ বিষয়ে জানতে শাখা ছাত্রলীগের সহসভাপতি সাজেদুল ইসলামকে কল দিলে নম্বর বন্ধ পাওয়া যায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস চিনুকে কল দিলে তিনি তা রিসিভ করেননি।
তবে সার্বিক বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজীবুর রহমান বলেন, আন্দোলনকারীরা ছড়িয়ে ছিল বিভিন্ন পয়েন্টে। তাদেরই এক পক্ষ তাদের ওপর হামলা করে। উজ্জ্বল ও সাজিদ দুজনেই সেখানের পরিচিত এবং সবাই ভালো হিসাবে জানেন। আমাদের ভাইয়ের এই ন্যাক্কার জনক হামলার দাঁত ভাঙা জবাব দেব।
জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের আজ বুধবারের কর্মসূচি শুরুর পূর্বে বিভিন্ন জায়গায় অংশ নেন ছাত্রলীগের স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা। দুপুর দেড়টার দিকে মামুন অটোতে করে আখালিয়ার দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে সে রোডের বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে তাদের হামলার শিকার হন তিনি।
আহত শিক্ষার্থী মাহমুদুর রহমান মামুন বলেন, ‘আমিসহ অটোতে মোট তিনজন যাত্রী ছিলাম। একপর্যায়ে অটো বর্ডার গার্ড স্কুলের সামনে আসে। সেখানে স্পিড ব্রেকার থাকায় চালক অটো স্লো করলে ৮-১০ জন আমাদের জিজ্ঞেস করে আমরা ছাত্রলীগের কর্মী কি না! আমরা ছাত্রলীগ কর্মী নই জানালে তাঁরা তখন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে আমি দৌড় দিলে তারা আমাকে ধাওয়া করে মেরে রক্তাক্ত করে।’
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. রাশেদ তালুকদারকে একাধিকবার ফোন দিলেও তাঁকে পাওয়া যায়নি।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৫ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৫ ঘণ্টা আগে