সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে স্বামী হত্যার অপরাধে প্রেমিকসহ স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় প্রদান করেন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শক্তিপুর গ্রামের মৃত মুক্তা শেখের মেয়ে মুক্তি খাতুন (২২) ও তাঁর প্রেমিক একই উপজেলার সাইদুল ইসলাম তুষার (২৩)।
মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শক্তিপুর গ্রামের মৃত মুক্তা শেখের মেয়ে মুক্তি খাতুনের বিয়ে হয় একই উপজেলার বাড়াবিল গ্রামের জেলহক প্রামাণিকের ছেলে মনিরুল হকের সঙ্গে। বিয়ের আগে থেকেই মুক্তি খাতুনের সঙ্গে সাইদুল ইসলাম তুষারের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও মুক্তি খাতুন তাঁর আগের প্রেমিকের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখেন। এতে বাধা সৃষ্টি করলে প্রেমিক তুষারের সঙ্গে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন তিনি।
পরিকল্পনা অনুযায়ী ২০১৯ সালের ৩ জুন মুক্তি তাঁর স্বামী সাইদুল ইসলামকে সঙ্গে নিয়ে দাদার বাড়ি শক্তিপুরে বেড়াতে যান। রাতে সাইদুল ইসলাম ঘুমিয়ে পড়লে পূর্বপরিকল্পনা অনুযায়ী মুক্তি ও তাঁর প্রেমিক তুষার সাইদুলকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা জেলহক প্রামাণিক বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ মঙ্গলবার এই রায় দেন।
সিরাজগঞ্জে স্বামী হত্যার অপরাধে প্রেমিকসহ স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় প্রদান করেন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শক্তিপুর গ্রামের মৃত মুক্তা শেখের মেয়ে মুক্তি খাতুন (২২) ও তাঁর প্রেমিক একই উপজেলার সাইদুল ইসলাম তুষার (২৩)।
মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শক্তিপুর গ্রামের মৃত মুক্তা শেখের মেয়ে মুক্তি খাতুনের বিয়ে হয় একই উপজেলার বাড়াবিল গ্রামের জেলহক প্রামাণিকের ছেলে মনিরুল হকের সঙ্গে। বিয়ের আগে থেকেই মুক্তি খাতুনের সঙ্গে সাইদুল ইসলাম তুষারের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও মুক্তি খাতুন তাঁর আগের প্রেমিকের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখেন। এতে বাধা সৃষ্টি করলে প্রেমিক তুষারের সঙ্গে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন তিনি।
পরিকল্পনা অনুযায়ী ২০১৯ সালের ৩ জুন মুক্তি তাঁর স্বামী সাইদুল ইসলামকে সঙ্গে নিয়ে দাদার বাড়ি শক্তিপুরে বেড়াতে যান। রাতে সাইদুল ইসলাম ঘুমিয়ে পড়লে পূর্বপরিকল্পনা অনুযায়ী মুক্তি ও তাঁর প্রেমিক তুষার সাইদুলকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা জেলহক প্রামাণিক বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ মঙ্গলবার এই রায় দেন।
সংসদীয় আসন পুনর্বিন্যাসে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে দুটি ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে ফরিদপুরে ফের দুটি মহাসড়ক অবরোধ শুরু করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। ফলে সকাল থেকেই দুটি মহাসড়কের সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধরা।
৪৪ মিনিট আগেকক্সবাজারে চাকরির প্রলোভন দেখিয়ে টেকনাফে আনার পর সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় দুই কিশোরকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়। আটক ব্যক্তি আশ্রিত রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগেকক্সবাজারের মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে শামসুল আলম (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামসুল আলম ওই এলাকার মৃত আহমদ মিয়ার ছেলে।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম বন্দরে কাজের গতি বাড়াতে ২২ বছরের জন্য পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সৌদি আরবের ‘রাজকীয়’ অপারেটর রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালকে (আরএসজিটিআই)। কিন্তু নিয়োগের ১৫ মাসেও রাজকীয় এই বিদেশি অপারেটরের গরিবি হাল কাটছে না। প্রতিষ্ঠানটি এখনো পণ্য খালাসের..
১০ ঘণ্টা আগে