Ajker Patrika

স্বামী হত্যার অপরাধে প্রেমিকসহ স্ত্রীর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২২, ১৪: ২৯
স্বামী হত্যার অপরাধে প্রেমিকসহ স্ত্রীর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে স্বামী হত্যার অপরাধে প্রেমিকসহ স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় প্রদান করেন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম। 

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শক্তিপুর গ্রামের মৃত মুক্তা শেখের মেয়ে মুক্তি খাতুন (২২) ও তাঁর প্রেমিক একই উপজেলার সাইদুল ইসলাম তুষার (২৩)। 

মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শক্তিপুর গ্রামের মৃত মুক্তা শেখের মেয়ে মুক্তি খাতুনের বিয়ে হয় একই উপজেলার বাড়াবিল গ্রামের জেলহক প্রামাণিকের ছেলে মনিরুল হকের সঙ্গে। বিয়ের আগে থেকেই মুক্তি খাতুনের সঙ্গে সাইদুল ইসলাম তুষারের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরও মুক্তি খাতুন তাঁর আগের প্রেমিকের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখেন। এতে বাধা সৃষ্টি করলে প্রেমিক তুষারের সঙ্গে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন তিনি।

পরিকল্পনা অনুযায়ী ২০১৯ সালের ৩ জুন মুক্তি তাঁর স্বামী সাইদুল ইসলামকে সঙ্গে নিয়ে দাদার বাড়ি শক্তিপুরে বেড়াতে যান। রাতে সাইদুল ইসলাম ঘুমিয়ে পড়লে পূর্বপরিকল্পনা অনুযায়ী মুক্তি ও তাঁর প্রেমিক তুষার সাইদুলকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা জেলহক প্রামাণিক বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ মঙ্গলবার এই রায় দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত