সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ১৮ দলীয় জোটের মিছিলে হামলার ঘটনায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আজ সোমবার বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার রাতে বেলকুচি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল লতিফ বিশ্বাসকে। এ ছাড়া তাঁর স্ত্রী আশানুর বিশ্বাস, ছেলে লাজুক বিশ্বাসসহ ৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের ২৭ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে বেলকুচি পৌর শহরের মুকন্দগাতী এলাকা থেকে ১৮ দলীয় জোটের একটি মিছিল সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে আসামিরা হামলা চালায়। একই সঙ্গে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তিন নেতা-কর্মীকে আহত করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, তৎকালে মামলার পরিবেশ না থাকায় দীর্ঘদিন পর এই মামলা করা হয়েছে।
সোমবার ওসি জাকারিয়া হোসেন জানান, মামলাটি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গতকাল রোববার যৌথ বাহিনী সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসকে তাঁর নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তিনি বর্তমানে সিরাজগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। এর আগে এনায়েতপুর থানার হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
সিরাজগঞ্জে ১৮ দলীয় জোটের মিছিলে হামলার ঘটনায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আজ সোমবার বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার রাতে বেলকুচি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল লতিফ বিশ্বাসকে। এ ছাড়া তাঁর স্ত্রী আশানুর বিশ্বাস, ছেলে লাজুক বিশ্বাসসহ ৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৩ সালের ২৭ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে বেলকুচি পৌর শহরের মুকন্দগাতী এলাকা থেকে ১৮ দলীয় জোটের একটি মিছিল সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে আসামিরা হামলা চালায়। একই সঙ্গে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তিন নেতা-কর্মীকে আহত করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, তৎকালে মামলার পরিবেশ না থাকায় দীর্ঘদিন পর এই মামলা করা হয়েছে।
সোমবার ওসি জাকারিয়া হোসেন জানান, মামলাটি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গতকাল রোববার যৌথ বাহিনী সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসকে তাঁর নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তিনি বর্তমানে সিরাজগঞ্জ জেলা কারাগারে রয়েছেন। এর আগে এনায়েতপুর থানার হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা মনে করেন, প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষকের দাবি মেনে নিয়েও সংগীত শিক্ষক বহাল রাখা ন্যায়সংগত। একটিকে বাদ দিয়ে অন্যটিকে স্থাপন করা শিশুদের বিকাশের পরিবেশকে সংকীর্ণ করবে।
১৩ মিনিট আগেনাটোরে মহাসড়ক অবরোধ করেছেন টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এক ছাত্রকে অপহরণচেষ্টা ও মারধরের প্রতিবাদে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত জেলার নাটোর-রাজশাহী মহাসড়কের রামাইগাছি এলাকায় প্রতিষ্ঠানটির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরীর মেহেদীবাগে ২৮ বছর আগে সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক সিনাউল হক আশিক হত্যা মামলায় পাঁচ আসামির সবাই খালাস পেয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমানের আদালত এ রায় দেন।
১ ঘণ্টা আগেরংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের গাইনি বিভাগে আয়েশা সিদ্দিকা (২০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। রোগীর স্বজনদের অভিযোগ, আজ সোমবার বেলা ১১টা থেকে বারবার ডেকেও ওয়ার্ডে কোনো চিকিৎসককে পাননি তাঁরা। পরে সন্ধ্যা ৭টার দিকে রোগীর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে