প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জ জেলার তাড়াশের হাট-বাজারগুলোতে বিক্রির জন্য সারি সারি করে সাজানো রয়েছে মধুপুরের আনারস। মধু মাস জ্যৈষ্ঠের নানা জাতের ফল শেষ হতে না হতেই বাজারে এসেছে রসালো ফল আনারস। বাজার যেন এখন দখল করে রেখেছে এটি। বাজারে ঢুকতেই যেন বাতাসে ভেসে আসে পাকা আনারসের মৌ মৌ ঘ্রাণ।
সরেজমিনে উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, তাড়াশের বৃহৎ নওগাঁ হাট, গুল্টা হাট, বারুহাস, বিনসাড়া, রানীর হাট ও তাড়াশ পৌর বাজারে ফল ব্যবসায়ীরা মধুপুর থেকে আনা জায়ান্টকিউ জাতের আনারস দোকানে সারি করে সাজিয়ে রেখে বিক্রি করছেন। ফল বাজারে ঢুকতেই চোখে পড়ে হলুদ বর্ণের বিভিন্ন আকারে আনারস পসরা। দাম একটু বেশি হলেও মৌসুমের নতুন ফল হওয়ায় সবার লোভ যেন আনারসের প্রতি একটু বেশি। তাই সামর্থ্য অনুযায়ী সবাই একটি কিংবা দুইটি কিনে বাড়িতে ফিরছেন।
ফল ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, এখন আনারসের মৌসুম। ভাদ্র মাসের শেষ পর্যন্ত আনারসের ভরা মৌসুম থাকবে। জায়ান্টকিউ ও হানিকুইন এ দুই জাতের আনারস সুস্বাদু, রসালো ও মিষ্টি হয়ে থাকে। জায়ান্টকিউ আনারস বেশ বড় হয়ে থাকে। বাজারে এর চাহিদা অনেকটাই বেশি। হানিকুইন আনারস আকারে ছোট হয়। একে স্থানীয়ভাবে জলডুগিও বলা হয়।
তাড়াশ পৌর বাজারে আসা উপজেলার ভাদাশ গ্রামের ফল ক্রেতা আনিছুর রহমান বলেন, মধুপুরের আনারস সুস্বাদু, রসালো ও মিষ্টি হয়। এ আনারস বাজারে নতুন এসেছে। কিন্তু দাম একটু বেশি হলেও নতুন ফল তাই এক জোড়া আনারস কিনলাম।
তাড়াশ পৌর বাজারের ফল ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, এ মৌসুমে বাজারে আনারসের আমদানি বেশি থাকে। বাজারে এ আনারসগুলো টাঙ্গাইল জেলার মধুপুর থেকে আনা হয়। মধুপুরের আনারস সুস্বাদু, রসালো ও মিষ্টি হওয়ায় এর চাহিদাও বাজারে অনেক বেশি থাকে।
শহিদুল ইসলাম আরও বলেন, এ বছর আনারসের বাজার একটু বেশি। আকারভেদে এক জোড়া আনারস ১২০ টাকা থেকে ১৬০ টাকায় বিক্রি হয়। দাম একটু বেশি হলেও নতুন ফল হওয়ায় চাহিদাও বেশ রয়েছে।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রুমন হোসেন বলেন, মানবদেহের জন্য আনারস একটি গুণাগুণ সম্পন্ন মৌসুমি ফল। এতে রয়েছে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। যা আমদের শরীরের জন্য খুবই উপকারী।
সিরাজগঞ্জ জেলার তাড়াশের হাট-বাজারগুলোতে বিক্রির জন্য সারি সারি করে সাজানো রয়েছে মধুপুরের আনারস। মধু মাস জ্যৈষ্ঠের নানা জাতের ফল শেষ হতে না হতেই বাজারে এসেছে রসালো ফল আনারস। বাজার যেন এখন দখল করে রেখেছে এটি। বাজারে ঢুকতেই যেন বাতাসে ভেসে আসে পাকা আনারসের মৌ মৌ ঘ্রাণ।
সরেজমিনে উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, তাড়াশের বৃহৎ নওগাঁ হাট, গুল্টা হাট, বারুহাস, বিনসাড়া, রানীর হাট ও তাড়াশ পৌর বাজারে ফল ব্যবসায়ীরা মধুপুর থেকে আনা জায়ান্টকিউ জাতের আনারস দোকানে সারি করে সাজিয়ে রেখে বিক্রি করছেন। ফল বাজারে ঢুকতেই চোখে পড়ে হলুদ বর্ণের বিভিন্ন আকারে আনারস পসরা। দাম একটু বেশি হলেও মৌসুমের নতুন ফল হওয়ায় সবার লোভ যেন আনারসের প্রতি একটু বেশি। তাই সামর্থ্য অনুযায়ী সবাই একটি কিংবা দুইটি কিনে বাড়িতে ফিরছেন।
ফল ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, এখন আনারসের মৌসুম। ভাদ্র মাসের শেষ পর্যন্ত আনারসের ভরা মৌসুম থাকবে। জায়ান্টকিউ ও হানিকুইন এ দুই জাতের আনারস সুস্বাদু, রসালো ও মিষ্টি হয়ে থাকে। জায়ান্টকিউ আনারস বেশ বড় হয়ে থাকে। বাজারে এর চাহিদা অনেকটাই বেশি। হানিকুইন আনারস আকারে ছোট হয়। একে স্থানীয়ভাবে জলডুগিও বলা হয়।
তাড়াশ পৌর বাজারে আসা উপজেলার ভাদাশ গ্রামের ফল ক্রেতা আনিছুর রহমান বলেন, মধুপুরের আনারস সুস্বাদু, রসালো ও মিষ্টি হয়। এ আনারস বাজারে নতুন এসেছে। কিন্তু দাম একটু বেশি হলেও নতুন ফল তাই এক জোড়া আনারস কিনলাম।
তাড়াশ পৌর বাজারের ফল ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, এ মৌসুমে বাজারে আনারসের আমদানি বেশি থাকে। বাজারে এ আনারসগুলো টাঙ্গাইল জেলার মধুপুর থেকে আনা হয়। মধুপুরের আনারস সুস্বাদু, রসালো ও মিষ্টি হওয়ায় এর চাহিদাও বাজারে অনেক বেশি থাকে।
শহিদুল ইসলাম আরও বলেন, এ বছর আনারসের বাজার একটু বেশি। আকারভেদে এক জোড়া আনারস ১২০ টাকা থেকে ১৬০ টাকায় বিক্রি হয়। দাম একটু বেশি হলেও নতুন ফল হওয়ায় চাহিদাও বেশ রয়েছে।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রুমন হোসেন বলেন, মানবদেহের জন্য আনারস একটি গুণাগুণ সম্পন্ন মৌসুমি ফল। এতে রয়েছে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। যা আমদের শরীরের জন্য খুবই উপকারী।
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে ফিতা কেটে এবং নামফলক উন্মোচন করে কেন্দ্রটির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
২৯ মিনিট আগেসরেজমিনে উপজেলার শিবনগর, আলাদীপুর, খয়েরবাড়ী ও দৌলতপুরসহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, আগাম শীতকালীন সবজির চাষ শুরু হয়েছে। এসব জমিতে এখন শিম, মুলা, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, করলা, লাউ ও লালশাকসহ বিভিন্ন সবজির চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কিছু কিছু আগাম সবজি বাজারেও উঠতে শুরু করে
১ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের বুরুঙ্গা এলাকার বাসিন্দা মুর্শিদা। বিয়ে হয় আট বছর আগে পাশের চন্ডিগড় গ্রামে। স্বামী রুবেল মিয়া অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন। অভাব অনটন থাকলেও ছোট দুই ছেলেকে নিয়ে তাদের দিন ভালোই কেটে যাচ্ছিল। কিন্তু তিন মাস আগে মুর্শিদার কিডনিতে জটিলতা ধরা পড়ে। এখন তিনি আর নিজের..
২ ঘণ্টা আগেময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
২ ঘণ্টা আগে