তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে তিন বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছিলেন। বেপরোয়া বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে একজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। অপর দুজনের অবস্থাও আশঙ্কাজনক।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তাড়াশ-রানীর হাট আঞ্চলিক সড়কের পেঁঙ্গুয়ারী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান (১৮) এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তাঁর দুই বন্ধু রাকিব হোসেন ও রনি ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মেহেদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা সরকারি হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সুদ্বীপ সরকার।
জানা গেছে, মেহেদী হাসান উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের আবু বক্কারের ছেলে। নাটোর জেলার সিংড়া উপজেলার বামিহাল রহমত ইকবাল ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান একই গ্রামের দুই বন্ধু রাকিব হোসেন ও রনি ইসলামকে নিয়ে ঈদের আনন্দ করার উদ্দেশ্যে ভগ্নিপতির বাইক নিয়ে ঘুরে বের জন। বড়ইচড়া থেকে তাড়াশের দিকে যাচ্ছিলেন তাঁরা।
মেহেদী হাসান বেপরোয়া বাইক চালাচ্ছিলেন। তাড়াশ-রানীর হাট আঞ্চলিক সড়কের পেঁঙ্গুয়ারী মোড়ে এসে বাইকটি ঘুরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. সুদ্বীপ সরকার মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অপর দুই বন্ধু রাকিব হোসেন ও রনি ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানতে চাইলে তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জের তাড়াশে তিন বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছিলেন। বেপরোয়া বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে একজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। অপর দুজনের অবস্থাও আশঙ্কাজনক।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তাড়াশ-রানীর হাট আঞ্চলিক সড়কের পেঁঙ্গুয়ারী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান (১৮) এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তাঁর দুই বন্ধু রাকিব হোসেন ও রনি ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মেহেদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা সরকারি হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সুদ্বীপ সরকার।
জানা গেছে, মেহেদী হাসান উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের আবু বক্কারের ছেলে। নাটোর জেলার সিংড়া উপজেলার বামিহাল রহমত ইকবাল ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান একই গ্রামের দুই বন্ধু রাকিব হোসেন ও রনি ইসলামকে নিয়ে ঈদের আনন্দ করার উদ্দেশ্যে ভগ্নিপতির বাইক নিয়ে ঘুরে বের জন। বড়ইচড়া থেকে তাড়াশের দিকে যাচ্ছিলেন তাঁরা।
মেহেদী হাসান বেপরোয়া বাইক চালাচ্ছিলেন। তাড়াশ-রানীর হাট আঞ্চলিক সড়কের পেঁঙ্গুয়ারী মোড়ে এসে বাইকটি ঘুরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. সুদ্বীপ সরকার মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত অপর দুই বন্ধু রাকিব হোসেন ও রনি ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
জানতে চাইলে তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার মেইন পিলার ৭৬-এর শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর সম্পন্ন হয়। আজ বেলা পৌনে ৩টায় চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের
৯ মিনিট আগেশেষ দিনে প্রচারণায় ব্যস্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পাসে প্রচারণায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
১৫ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘অপরাজেয় ৭১–অপ্রতিরোধ্য ২৪’ নামে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে সংগঠনের সভাপতি মাসুদ কিবরিয়া প্যানেল ঘোষণা করেন।
২৯ মিনিট আগেফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্রার্থীদের পক্ষে পোস্ট দেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন। দায়িত্বশীল পদে থেকে তাঁর এ কর্মকাণ্ডে প্রশাসনিক নিরপেক্ষতা রক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।
৩২ মিনিট আগে