Ajker Patrika

স্মার্টফোন না দেওয়ায় এক শিশুর আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি
স্মার্টফোন না দেওয়ায় এক শিশুর আত্মহত্যা

সিরাজগঞ্জের বেলকুচিতে স্মার্টফোন কেড়ে নেওয়ায় পরিবারের সঙ্গে অভিমান করে শয়ন ঘরের সিলিং ফ্যানে গলায় রশি ঝুলিয়ে রহিম আলম রিফাত (১২) নামের এক শিশু আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সাতলাঠি গ্রামে এ ঘটনা ঘটে। 

রিফাত সাতলাঠি গ্রামের শাহ আলমের ছেলে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, রিফাত স্মার্ট ফোনে গেম খেলায় আসক্ত হয়ে পড়েছিল। সেই বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তার কাছ থেকে গতকাল ফোনটি কেড়ে নেয়। সকালে রিফাত তার পরিবার কাছে ফোনটি আবার ফেরত চায়। পরিবারের লোকজন ফোন দিতে অসম্মতি জানালে সকলের অগোচরে সে শয়ন ঘরের দরজা লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। 

এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, আত্মহত্যার ঘটনা শুনে আমরা ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। তবে এই বিষয়ে পরিবারে কোন প্রকার আপত্তি না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত