তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে সরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী দইয়ের মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে তাড়াশ জমিদারবাড়ির সামনে রসিক রায় মন্দিরসংলগ্ন পৌর বাজার ঈদগাহ মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, এই দইমেলা ঘিরে এলাকায় সাঁজ সাঁজ রব পড়ে গেছে। সকাল থেকে শুরু করে দিনব্যাপী আশপাশের এলাকার নামীদামি ঘোষদের দই আসার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এ দই মেলা শুরু হয়। মেলায় দইয়ের পাশাপাশি ঝুরি, মুড়ি, মুড়কি, চিড়া, বাতাসা, কদমা, গুড়সহ বিভিন্ন খাবারের দোকান বসতে শুরু করে।
শুধু তাই নয়, বিভিন্ন অঞ্চলের দইয়ের স্বাদের কারণে এর নামেরও রয়েছে ভিন্নতা। ক্ষীরসা দই, শাহী দই, জবা দই, শেরপুরের দই, বগুড়ার দই, টক দই, শ্রীপুরি দই রয়েছে; যেগুলো হরেক নামের ও দামের হেরফেরে বিক্রি হয়। বিশেষ করে বগুড়ার শেরপুর, রায়গঞ্জের চান্দাইকোনা, গুরুদাসপুরের শ্রীপুর, উল্লাপাড়ার ধরইলের দই, চাটমোহরের হান্ডিয়ালের দই তাড়াশের এই দইমেলায় প্রচুর পরিমাণে বিক্রি হয়।
মেলায় আসা নিরেন ঘোষ, সুবাস ঘোষ, মহাদেব ঘোষসহ একাধিক ঘোষের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান সময়ে দুধের দাম, জ্বালানি, শ্রমিক খরচ, পাত্রের মূল্য বৃদ্ধির কারণে দইয়ের দামও বেড়েছে। তবে এই মেলা এক দিনব্যাপী হলেও চাহিদার কারণে এখানে কোনো ঘোষের দই অবশিষ্ট থাকে না। সবই বিক্রি হয়ে যায়।
এই মেলা সম্পর্কে তাড়াশ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তপন কুমার গোস্বামী বলেন, ‘জমিদারি আমলে তাড়াশের তৎকালীন জমিদার পরম বৈষ্ণব বনোয়ারি লাল রায় বাহাদুর প্রথম দই মেলার প্রচলন করেছিলেন। সেই থেকে প্রতিবছর শীত মৌসুমের মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উপলক্ষে জমিদারবাড়ির সম্মুখে রসিক রায় মন্দিরসংলগ্ন মাঠে দিনব্যাপী এ দই মেলা বসে থাকে।’
সিরাজগঞ্জের তাড়াশে সরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী দইয়ের মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে তাড়াশ জমিদারবাড়ির সামনে রসিক রায় মন্দিরসংলগ্ন পৌর বাজার ঈদগাহ মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, এই দইমেলা ঘিরে এলাকায় সাঁজ সাঁজ রব পড়ে গেছে। সকাল থেকে শুরু করে দিনব্যাপী আশপাশের এলাকার নামীদামি ঘোষদের দই আসার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এ দই মেলা শুরু হয়। মেলায় দইয়ের পাশাপাশি ঝুরি, মুড়ি, মুড়কি, চিড়া, বাতাসা, কদমা, গুড়সহ বিভিন্ন খাবারের দোকান বসতে শুরু করে।
শুধু তাই নয়, বিভিন্ন অঞ্চলের দইয়ের স্বাদের কারণে এর নামেরও রয়েছে ভিন্নতা। ক্ষীরসা দই, শাহী দই, জবা দই, শেরপুরের দই, বগুড়ার দই, টক দই, শ্রীপুরি দই রয়েছে; যেগুলো হরেক নামের ও দামের হেরফেরে বিক্রি হয়। বিশেষ করে বগুড়ার শেরপুর, রায়গঞ্জের চান্দাইকোনা, গুরুদাসপুরের শ্রীপুর, উল্লাপাড়ার ধরইলের দই, চাটমোহরের হান্ডিয়ালের দই তাড়াশের এই দইমেলায় প্রচুর পরিমাণে বিক্রি হয়।
মেলায় আসা নিরেন ঘোষ, সুবাস ঘোষ, মহাদেব ঘোষসহ একাধিক ঘোষের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমান সময়ে দুধের দাম, জ্বালানি, শ্রমিক খরচ, পাত্রের মূল্য বৃদ্ধির কারণে দইয়ের দামও বেড়েছে। তবে এই মেলা এক দিনব্যাপী হলেও চাহিদার কারণে এখানে কোনো ঘোষের দই অবশিষ্ট থাকে না। সবই বিক্রি হয়ে যায়।
এই মেলা সম্পর্কে তাড়াশ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তপন কুমার গোস্বামী বলেন, ‘জমিদারি আমলে তাড়াশের তৎকালীন জমিদার পরম বৈষ্ণব বনোয়ারি লাল রায় বাহাদুর প্রথম দই মেলার প্রচলন করেছিলেন। সেই থেকে প্রতিবছর শীত মৌসুমের মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উপলক্ষে জমিদারবাড়ির সম্মুখে রসিক রায় মন্দিরসংলগ্ন মাঠে দিনব্যাপী এ দই মেলা বসে থাকে।’
গোয়ালন্দে নুরাল পাগলার আস্তানায় হামলায় একজন নিহতের ঘটনায় করা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
২২ মিনিট আগেবরেন্দ্র অঞ্চলে দিন দিন পানিসংকট বাড়ছেই। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ২৭টি ইউনিয়ন অতি সংকটাপন্ন এলাকা হয়ে পড়েছে। এ সংকট মোকাবিলায় সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই। প্রশিক্ষণ দরকার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের।
৩৪ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং ও সার্ভার শাখায় তালা ঝুলিয়েছেন আন্দোলনকারী কর্মচারীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খন্দকার মাহমুদুল হাসানকে অবরুদ্ধ করে রাখা হয়। আজ বুধবার সকালে জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকার পল্লী বিদ্যুৎ অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে
১ ঘণ্টা আগেকোচিং সেন্টারে ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মোস্তাফিজুর রহমান নামের এক শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাছুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে