Ajker Patrika

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পোশাককর্মী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৭: ৫৮
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পোশাককর্মী নিহত

সিরাজগঞ্জের পাঁচলিয়াতে ট্রাকের ধাক্কায় পোশাককর্মী সান্ত্বনা খাতুন (২৮) নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সান্ত্বনা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সুবাইল সরকারপাড়া গ্রামের আব্দুল মাজেদের স্ত্রী। এ ঘটনায় তাঁর স্বামী ও মেয়ে মাকসুদা খাতুন আহত হয়েছেন। তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলে আব্দুল মাজেদ তাঁর স্ত্রী সান্ত্বনা খাতুন ও শিশুকন্যাকে নিয়ে ঈদ করতে ঢাকা থেকে গাইবান্ধায় যাচ্ছিলেন। তাঁরা পাঁচলিয়া বাজার এলাকায় পৌঁছালে সিমেন্টবোঝাই একটি ট্রাক তাঁদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে সান্ত্বনা খাতুন ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত