নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলায় ৮৫ বস্তা সরকারি চালসহ মো. শাহজাহান (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাতে চর অষ্টধর ইউনিয়নের দরবারচর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আটক শাহজাহান চর অষ্টধর ইউনিয়নের চরবসন্তী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি চর অষ্টধর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে চর অষ্টধর ইউনিয়নের চরবসন্তী নুরুল ইসলাম মার্কেটের স্টোররুম ও দরবারচর গ্রামের ফজলু মেম্বারের বাড়ির পাশে কৃষি অধিদপ্তরের পরিত্যক্ত ভবনে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।
অভিযানকালে নুরুল ইসলামের মার্কেটের স্টোররুম থেকে ৪১ বস্তা, কৃষি অধিদপ্তরের পরিত্যক্ত পাকা ভবন থেকে ৪৪ বস্তাসহ মোট ৮৫ বস্তায় ২ হাজার ৫৫০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।
অভিযানকালে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা শাহজাহানকে আটক করা হয়। বিষয়টি টের পেয়ে পালিয়ে যান শাহজাহানের ছোট ভাই নুরুল ইসলাম।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সরকারি চাল উদ্ধারের ঘটনায় মো. শাহজাহান, তাঁর ছোট ভাই মো. নুরুল ইসলামসহ আরও ৬-৭ জনকে সন্দিগ্ধ আসামি করে নকলা থানায় মামলা করা হয়েছে। আসামি শাহজাহানকে আজ শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
শেরপুরের নকলায় ৮৫ বস্তা সরকারি চালসহ মো. শাহজাহান (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাতে চর অষ্টধর ইউনিয়নের দরবারচর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আটক শাহজাহান চর অষ্টধর ইউনিয়নের চরবসন্তী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি চর অষ্টধর ইউনিয়ন শাখা বিএনপির সাধারণ সম্পাদক।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে চর অষ্টধর ইউনিয়নের চরবসন্তী নুরুল ইসলাম মার্কেটের স্টোররুম ও দরবারচর গ্রামের ফজলু মেম্বারের বাড়ির পাশে কৃষি অধিদপ্তরের পরিত্যক্ত ভবনে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।
অভিযানকালে নুরুল ইসলামের মার্কেটের স্টোররুম থেকে ৪১ বস্তা, কৃষি অধিদপ্তরের পরিত্যক্ত পাকা ভবন থেকে ৪৪ বস্তাসহ মোট ৮৫ বস্তায় ২ হাজার ৫৫০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।
অভিযানকালে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা শাহজাহানকে আটক করা হয়। বিষয়টি টের পেয়ে পালিয়ে যান শাহজাহানের ছোট ভাই নুরুল ইসলাম।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সরকারি চাল উদ্ধারের ঘটনায় মো. শাহজাহান, তাঁর ছোট ভাই মো. নুরুল ইসলামসহ আরও ৬-৭ জনকে সন্দিগ্ধ আসামি করে নকলা থানায় মামলা করা হয়েছে। আসামি শাহজাহানকে আজ শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। আজ বুধবার বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শামসুল আজম।
১৪ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সীমান্তে ঘাস কাটতে যাওয়া রবিনাশ নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্তের মেইন পিলার ৯৫-এর কাছে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেসিরাজগঞ্জে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে আশরাফ আলী (৫৫) নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল
৩০ মিনিট আগেরাজশাহীর বাগমারা উপজেলায় হাতে টান পড়লেই হিন্দুপাড়ার বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায় করতেন স্থানীয় এক তাঁতী দল নেতা। ধরে নিয়ে যেতেন পুকুরের মাছ, হাঁস, গাছের কলার কাঁদি। কেউ বাধা দিতে গেলেই হাঁসুয়া নিয়ে তেড়ে যেতেন। বের করতেন ছোরা। সবশেষ চাঁদা দিতে না চাইলে একজনকে মারধরের পর হিন্দুপাড়ার বাসিন্দারা থানা
৩৬ মিনিট আগে