শেরপুর প্রতিনিধি
শেরপুরের সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা কান্দাপাড়া গ্রামে খেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ওই গ্রামের একটি খেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত দেলোয়ার হোসেন (৩৮) হরিণধরা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা হাসমত আলীর ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে দেলোয়ার হোসেন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এলাকাবাসী তাঁর লাশ শ্বশুরবাড়ির পার্শ্ববর্তী একটি খেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পরিবারের অভিযোগ, দেলোয়ারকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির মিথ্যা অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে কাদের বিরুদ্ধে এই অভিযোগ সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
সদর থানার উপপরিদর্শক (এসআই) বাপ্পা ঘোষ জানিয়েছেন, লাশের শরীরে মারধরের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অটোরিকশা চুরির অভিযোগকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দেলোয়ারকে হত্যা করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
শেরপুরের সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা কান্দাপাড়া গ্রামে খেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ওই গ্রামের একটি খেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত দেলোয়ার হোসেন (৩৮) হরিণধরা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা হাসমত আলীর ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে দেলোয়ার হোসেন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এলাকাবাসী তাঁর লাশ শ্বশুরবাড়ির পার্শ্ববর্তী একটি খেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পরিবারের অভিযোগ, দেলোয়ারকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির মিথ্যা অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে কাদের বিরুদ্ধে এই অভিযোগ সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
সদর থানার উপপরিদর্শক (এসআই) বাপ্পা ঘোষ জানিয়েছেন, লাশের শরীরে মারধরের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অটোরিকশা চুরির অভিযোগকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দেলোয়ারকে হত্যা করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। আজ বুধবার বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শামসুল আজম।
২২ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সীমান্তে ঘাস কাটতে যাওয়া রবিনাশ নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্তের মেইন পিলার ৯৫-এর কাছে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেসিরাজগঞ্জে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে আশরাফ আলী (৫৫) নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল
৩৮ মিনিট আগেরাজশাহীর বাগমারা উপজেলায় হাতে টান পড়লেই হিন্দুপাড়ার বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায় করতেন স্থানীয় এক তাঁতী দল নেতা। ধরে নিয়ে যেতেন পুকুরের মাছ, হাঁস, গাছের কলার কাঁদি। কেউ বাধা দিতে গেলেই হাঁসুয়া নিয়ে তেড়ে যেতেন। বের করতেন ছোরা। সবশেষ চাঁদা দিতে না চাইলে একজনকে মারধরের পর হিন্দুপাড়ার বাসিন্দারা থানা
৪৪ মিনিট আগে