শেরপুর প্রতিনিধি
শেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহণ করার অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে দুজনকে এক মাস করে ও একজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকালে জেলার তিনটি ভিন্ন ভিন্ন কেন্দ্রে তাদের সাজা দেওয়া হয়। একই সঙ্গে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট ৩৯ জনকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল আহসান।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে শেরপুর সরকারি কলেজ কেন্দ্রের সেমেনা বেগম ও শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মো. রফিকুল ইসলামকে একমাস করে এবং আইডিয়াল প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুল কেন্দ্রের পরীক্ষার্থী মো. শফিকুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, ‘এ বছর শেরপুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ হাজার ৩৬৩ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪২৪ জন। জেলার ২১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহণ করেন ১০ হাজার ৪৩৯ জন পরীক্ষার্থী।’
আজ শুক্রবার সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে ডিজিটাল ডিভাইস ব্যবহারকালে হাতেনাতে আটকের পর তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা, মো. শফিকুল ইসলাম ও সালাউদ্দিন বিশ্বাস।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার পর ওই তিনজনকে শুক্রবার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
শেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহণ করার অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে দুজনকে এক মাস করে ও একজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকালে জেলার তিনটি ভিন্ন ভিন্ন কেন্দ্রে তাদের সাজা দেওয়া হয়। একই সঙ্গে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট ৩৯ জনকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল আহসান।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে শেরপুর সরকারি কলেজ কেন্দ্রের সেমেনা বেগম ও শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মো. রফিকুল ইসলামকে একমাস করে এবং আইডিয়াল প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুল কেন্দ্রের পরীক্ষার্থী মো. শফিকুল ইসলামকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, ‘এ বছর শেরপুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ হাজার ৩৬৩ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪২৪ জন। জেলার ২১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ গ্রহণ করেন ১০ হাজার ৪৩৯ জন পরীক্ষার্থী।’
আজ শুক্রবার সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে ডিজিটাল ডিভাইস ব্যবহারকালে হাতেনাতে আটকের পর তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আফসানা, মো. শফিকুল ইসলাম ও সালাউদ্দিন বিশ্বাস।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার পর ওই তিনজনকে শুক্রবার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
জ্বর, দুর্বলতা ও বমি নিয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি হন রেজিয়া বেগম (৫০)। তিনি সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকার দিনমজুর আজিজুল ইসলামের স্ত্রী। আজ বৃহস্পতিবার দুপুরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রস্তুতি নেন। এ জন্য বাড়ি থেকে সঙ্গে এনেছিলেন ৫ হাজার টাকা।
৪ মিনিট আগেরাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি কারাগারের ভেতরে প্রবেশ করে। এরপর বন্দীদের নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
৫ মিনিট আগেসিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রী সুমাইয়া খাতুনকে হত্যা মামলায় স্বামী ইসমাইল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০ মিনিট আগেকুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সৈনিক পদে চাকরি পেয়েছেন। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক
৪০ মিনিট আগে