শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধার হাত ভেঙে দেওয়ার পর এবার তাঁর বাড়ি ভাঙচুর ও লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার চরভাগা মধ্য ঢালীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলার চরবাঘা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা আবদুর রশিদ শিকদারের সঙ্গে প্রতিবেশী মৃত হযরত আলী শিকদারের ছেলে জব্বার শিকদার, আকবর শিকদার ও খালেক শিকদারের জমি নিয়ে বিরোধ রয়েছে। ঈদ উপলক্ষে রশিদ শিকদারের ছেলেরা বাড়িতে এলে গত রোববার বিকেলে তাঁদের ফসলি জমি মাপজোখ করতে যান। সেখানে জব্বার শিকদার তাঁদের বাধা দেন। এ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে ঈদের দিন সকালে জব্বার, আকবর শিকদার ও খালেক শিকদার লোকজন নিয়ে বীর মুক্তিযোদ্ধা রশিদ শিকদারের ওপর হামলা করেন। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন তাঁর ছেলে চিকিৎসক আলমগীর হোসেন। পরে মুক্তিযোদ্ধা রশিদ শিকদার ও তাঁর ছেলে আলমগীর হোসেনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।
এ ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদার বাদী হয়ে জব্বার শিকদার, আকবর শিকদার, খালেক শিকদারসহ ১০ জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন।
এদিকে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদার ও তাঁর ছেলে আলমগীর হোসেনকে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদারের পরিবারের সদস্যরা তাঁর চিকিৎসার জন্য ঢাকায় থাকায় এবং তাঁর বাড়িতে কোনো লোকজন না থাকার সুযোগে আজ সকালে আসামিরা ফাঁকা বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে। পরে খবর পেয়ে সখীপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদার বলেন, ‘জব্বার শিকদার, আকবর শিকদার ও খালেক শিকদাররা দাবি করে, আমি নাকি তাদের জমি ভোগ দখল করি। এ জন্য তারা আমার জমির ফসল নষ্ট করে দেয়। এর পরিপ্রেক্ষিতে আমি থানায় অভিযোগ করি। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের দুই পক্ষকে নিয়ে থানায় বসা হয়। থানায় পুলিশের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়, আমাদের জমিজমাসংক্রান্ত বিষয়টি ঈদের পরে সমাধান করা হবে। পাশাপাশি থানা থেকে পরামর্শ প্রদান করা হয়, আমরা যেন আমাদের জমিগুলো নিজেরা আলাদাভাবে মেপে রাখি। এ জন্য আমি লোকজন নিয়ে জমি মাপতে গেলে জব্বার শিকদার বাধা দেয় এবং কাঁচি দিয়ে জমি মাপার ফিতাটা কেটে ফেলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে পরদিন সোমবার, অর্থাৎ ঈদের দিন ভোরে আমি ফজরের নামাজ পড়ে বাড়ি আসার পথে জব্বার শিকদার ও তাদের লোকজন আমার ওপর অতর্কিত হামলা করে হাত ভেঙে দেয়। আমার সন্তানেরা আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও আহত করা হয়। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি। আমি বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছি। পরিবারের সবাই আমার সঙ্গে আছে। বাড়িঘর খালি রেখে আমরা সবাই ঢাকায় চলে আসি। আজকে (বুধবার) সকালে আমাদের প্রতিবেশীরা জানায়, জব্বার শিকদারের লোকেরা বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।’
অভিযোগ অস্বীকার করে জব্বার শিকদার মোবাইল ফোনে বলেন, ‘মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদার প্রভাব খাটিয়ে আমাদের জমি ভোগদখল করে আসছে। আমরা আমাদের সেই জমি ফিরে পেতে চাই। আমি বা আমার কোনো লোকজন তাঁদের ওপর হামলা করেনি। এ ছাড়া তাঁর বাড়িতে কেউ ভাঙচুর বা লুটপাট করেনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জেরে চরভাগায় আব্দুর রশিদ শিকদার নামে এক মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে আবার ওই মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শরীয়তপুরের ভেদরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধার হাত ভেঙে দেওয়ার পর এবার তাঁর বাড়ি ভাঙচুর ও লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার চরভাগা মধ্য ঢালীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলার চরবাঘা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা আবদুর রশিদ শিকদারের সঙ্গে প্রতিবেশী মৃত হযরত আলী শিকদারের ছেলে জব্বার শিকদার, আকবর শিকদার ও খালেক শিকদারের জমি নিয়ে বিরোধ রয়েছে। ঈদ উপলক্ষে রশিদ শিকদারের ছেলেরা বাড়িতে এলে গত রোববার বিকেলে তাঁদের ফসলি জমি মাপজোখ করতে যান। সেখানে জব্বার শিকদার তাঁদের বাধা দেন। এ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে ঈদের দিন সকালে জব্বার, আকবর শিকদার ও খালেক শিকদার লোকজন নিয়ে বীর মুক্তিযোদ্ধা রশিদ শিকদারের ওপর হামলা করেন। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন তাঁর ছেলে চিকিৎসক আলমগীর হোসেন। পরে মুক্তিযোদ্ধা রশিদ শিকদার ও তাঁর ছেলে আলমগীর হোসেনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।
এ ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদার বাদী হয়ে জব্বার শিকদার, আকবর শিকদার, খালেক শিকদারসহ ১০ জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন।
এদিকে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদার ও তাঁর ছেলে আলমগীর হোসেনকে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদারের পরিবারের সদস্যরা তাঁর চিকিৎসার জন্য ঢাকায় থাকায় এবং তাঁর বাড়িতে কোনো লোকজন না থাকার সুযোগে আজ সকালে আসামিরা ফাঁকা বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে। পরে খবর পেয়ে সখীপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদার বলেন, ‘জব্বার শিকদার, আকবর শিকদার ও খালেক শিকদাররা দাবি করে, আমি নাকি তাদের জমি ভোগ দখল করি। এ জন্য তারা আমার জমির ফসল নষ্ট করে দেয়। এর পরিপ্রেক্ষিতে আমি থানায় অভিযোগ করি। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের দুই পক্ষকে নিয়ে থানায় বসা হয়। থানায় পুলিশের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়, আমাদের জমিজমাসংক্রান্ত বিষয়টি ঈদের পরে সমাধান করা হবে। পাশাপাশি থানা থেকে পরামর্শ প্রদান করা হয়, আমরা যেন আমাদের জমিগুলো নিজেরা আলাদাভাবে মেপে রাখি। এ জন্য আমি লোকজন নিয়ে জমি মাপতে গেলে জব্বার শিকদার বাধা দেয় এবং কাঁচি দিয়ে জমি মাপার ফিতাটা কেটে ফেলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে পরদিন সোমবার, অর্থাৎ ঈদের দিন ভোরে আমি ফজরের নামাজ পড়ে বাড়ি আসার পথে জব্বার শিকদার ও তাদের লোকজন আমার ওপর অতর্কিত হামলা করে হাত ভেঙে দেয়। আমার সন্তানেরা আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও আহত করা হয়। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি। আমি বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছি। পরিবারের সবাই আমার সঙ্গে আছে। বাড়িঘর খালি রেখে আমরা সবাই ঢাকায় চলে আসি। আজকে (বুধবার) সকালে আমাদের প্রতিবেশীরা জানায়, জব্বার শিকদারের লোকেরা বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।’
অভিযোগ অস্বীকার করে জব্বার শিকদার মোবাইল ফোনে বলেন, ‘মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদার প্রভাব খাটিয়ে আমাদের জমি ভোগদখল করে আসছে। আমরা আমাদের সেই জমি ফিরে পেতে চাই। আমি বা আমার কোনো লোকজন তাঁদের ওপর হামলা করেনি। এ ছাড়া তাঁর বাড়িতে কেউ ভাঙচুর বা লুটপাট করেনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জেরে চরভাগায় আব্দুর রশিদ শিকদার নামে এক মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে আবার ওই মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৩৮ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
১ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
১ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে