Ajker Patrika

জমি চাষের সময় বজ্রপাতে কৃষক নিহত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১২: ৫৬
জমি চাষের সময় বজ্রপাতে কৃষক নিহত

দিনাজপুরের নবাবগঞ্জে নিজ জমি চাষাবাদের সময় বজ্রপাতে রবিন সরেন (৩৮) নামে এক ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সদস্য মারা গেছেন। রবিন সরেন উপজেলার ২ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খটখটিয়া কৃষ্ণপুর গ্রামের বাবুরাম সরেনের ছেলে।

আজ শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার জাতীয় উদ্যান আশুরার বিলের মহিষবাতান (লিংতিহারা) এলাকায় এ ঘটে। 

স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সংগঠক ফিলিমন হেমব্রম ও সাবেক ইউপি সদস্য আকরাম হোসেন আজকের পত্রিকাকে জানান, বিলের লিংতিহারা এলাকায় নিজ জমিতে পাওয়ার টিলার দিয়ে একাই জমি চাষ করছিল রবিন। এ সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছিল, হঠাৎ আনুমানিক সকাল ৯টা ১০ মিনিটের দিকে বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই রবিনের শরীর ঝলসে গিয়ে মৃত্যু হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম আজকের পত্রিকাকে জানান, বিষয়টি খুবই দুঃখজনক। ওই কৃষকের নাম তালিকাভুক্ত করে সরকারি আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত