Ajker Patrika

ঘোড়াঘাটে ঘরবাড়িতে অগ্নিসংযোগ: অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে মামলা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৮: ৪১
ঘোড়াঘাটে ঘরবাড়িতে অগ্নিসংযোগ: অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে মামলা

দিনাজপুরের ঘোড়াঘাটে ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে সংশ্লিষ্ট ওয়ার্ডের গ্রাম পুলিশ বাদী হয়ে মামলাটি করেন।

এদিকে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে পুলিশ। আজ শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত গ্রামে গিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে তিন শতাধিক কম্বল বিতরণ করে পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম এবং ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে পৌর শহরের খোদাদাদপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুই যুবক নিহত হন। সংঘর্ষে আরও চারজন আহত হন। এ ঘটনার এক দিন পর বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে একদল গ্রামবাসী বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। আগুনে আসবাব ও খড়ের পালা পুড়ে যায়। খবর পেয়ে বেলা তিনটার দিকে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় নিহত দুই যুবকের বাবা মো. হায়দার আলী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে ঘোড়াঘাট থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ ও র‍্যাব অভিযান চালিয়ে প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করে।

ওসি আবু হাসান কবির আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ১২০০ জনকে আসামি করে তিনজন গ্রাম পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রকৃত অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এ কর্মকর্তা।

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত