Ajker Patrika

বেরোবির বিভাগীয় প্রধানের এক চিঠিতে ১৮ ভুল

রংপুর প্রতিনিধি
বেরোবির বিভাগীয় প্রধানের এক  চিঠিতে ১৮ ভুল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থনীতি বিভাগের প্রধান জনি পারভীনের এক পত্রে ১৮টি ভুল বানান পাওয়া গেছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এই পত্র পাঠান তিনি। অবশ্য চিঠিতে জনি পারভীন স্বাক্ষর করেছেন ৩ জানুয়ারি। এ নিয়ে ক্যাম্পাসজুড়ে চলছে আলোচনার ঝড়।

পত্রটিতে বর্তমানে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান থাকা অবস্থায় অন্য একজনকে দায়িত্ব দেওয়ার প্রসঙ্গে প্রতিকার চেয়ে রেজিস্ট্রার বরাবর অনুরোধ জানিয়েছেন জনি পারভীন। 

পত্রটিতে বিশ্ববিদ্যালয়ের নাম ‘রোকেয়া’ বানানে ‘রোকেযা’, ‘রেজিস্ট্রার’ বানানে ‘রেজিষ্ট্রার’, ‘দায়িত্ব’ বানানে ‘দাযিত্ব’, ‘বহির্ভূত’ বানানে ‘বহিভূত’, ‘কর্তৃপক্ষ’ বানানে ‘কতৃপক্ষ’, ‘বাতিল’ বানানে ‘বাতলি’, ‘বাধিত’ বানানে ‘বার্ধিত’, ‘গ্রহণ’ বানানে ‘গ্রহন’, ‘আইনি’ বানানে ‘আইনী’ এবং ডিন বানানে ‘ডীন’ এমন ১৮টি শব্দের বানান ভুল দেখা গেছে। 

বিভাগের শিক্ষার্থীরা বলছেন, একজন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধানের ছোট্ট একটি পত্রে এত বানান ভুল মেনে নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বাংলা বানানে তাঁর আরেকটু সতর্ক থাকা দরকার ছিল। 

অর্থনীতি বিভাগের প্রধান জনি পারভীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, হয়রানি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। তাঁকে অপসারণের দাবিতে গত বছরের ১৯ ডিসেম্বর থেকে প্রশাসনিক ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

ভুল বানানে বিভাগীয় প্রধানের চিঠিএর পরিপ্রেক্ষিতে গত ২০ ডিসেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়। কিন্তু ৩১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হওয়ায় ২ জানুয়ারি সকাল থেকে অনশন কর্মসূচি এবং বিকেল থেকে উপাচার্য কার্যালয় ঘেরাও করেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের ‍মুখে গত রোববার (২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে অর্থনীতি বিভাগের সংকটকালীন বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হয়। গত ৩ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে বলে অফিস আদেশে বলা হয়। এর পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরবার পত্র পাঠান জনি পারভীন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আলী জনি পারভীনের চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত