কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি মো. জাফর আলী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়নের প্রত্যাশায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আজ সোমবার দুপুরে আজকের পত্রিকাকে নিজে এ তথ্য নিশ্চিত করেছেন মো. জাফর আলী।
আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে ঢাকায় রয়েছেন জানিয়ে জাফর আলী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের প্রত্যাশায় সোমবার দুপুর ১২টার দিকে মন্ত্রণালয়ে গিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি আশা করি দলীয় সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে কুড়িগ্রাম-২ আসন থেকে মনোনয়ন দেবেন।’
জেলা আওয়ামী লীগের এই প্রবীণ নেতা আরও বলেন, ‘জেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার পাশাপাশি দলকে আরও শক্তিশালী করতে কুড়িগ্রাম সদর আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী প্রয়োজন। আশা করছি প্রধানমন্ত্রী সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে আমাকে মনোনয়ন দেবেন।’
দলীয় সূত্রে জানা গেছে, মো. জাফর আলী ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু এবং একুশে পদকপ্রাপ্ত আইনজীবী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্রাহাম লিংকনসহ কুড়িগ্রাম-২ আসন থেকে এখন পর্যন্ত অন্তত ১০ জন দলীয় মনোনয়নপত্র কিনেছেন।
কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি মো. জাফর আলী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়নের প্রত্যাশায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আজ সোমবার দুপুরে আজকের পত্রিকাকে নিজে এ তথ্য নিশ্চিত করেছেন মো. জাফর আলী।
আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে ঢাকায় রয়েছেন জানিয়ে জাফর আলী মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের প্রত্যাশায় সোমবার দুপুর ১২টার দিকে মন্ত্রণালয়ে গিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি আশা করি দলীয় সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে কুড়িগ্রাম-২ আসন থেকে মনোনয়ন দেবেন।’
জেলা আওয়ামী লীগের এই প্রবীণ নেতা আরও বলেন, ‘জেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার পাশাপাশি দলকে আরও শক্তিশালী করতে কুড়িগ্রাম সদর আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী প্রয়োজন। আশা করছি প্রধানমন্ত্রী সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে আমাকে মনোনয়ন দেবেন।’
দলীয় সূত্রে জানা গেছে, মো. জাফর আলী ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু এবং একুশে পদকপ্রাপ্ত আইনজীবী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্রাহাম লিংকনসহ কুড়িগ্রাম-২ আসন থেকে এখন পর্যন্ত অন্তত ১০ জন দলীয় মনোনয়নপত্র কিনেছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন। সোমবার (১২ মে) রাত ৯টার দিকে ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
৯ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার জয়নগর গ্রামে গণেশ পূজার মণ্ডপে কিশোর গ্যাংয়ের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে। রোববার (১১ মে) দিবাগত মধ্যরাতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, শ্রীবাস দাস (৩২), নয়ন দাশ (১৮) ও মমতা দাশ (৩০)।
১২ মিনিট আগেনাশকতার মামলায় নেত্রকোনায় খেলাফত শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আনোয়ার হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ মে) বিকেলে জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১৮ মিনিট আগেবর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত তিন দিনে ৫টি পৃথক অভিযানে কোটি টাকার মালামাল ও যানবাহন জব্দ করেছে। এর মধ্যে রয়েছে ভারতীয় উন্নতমানের থান কাপড়, গরু, গরুর মাংস, গাঁজা, বাংলাদেশী রাবার, বাইসাইকেল, ট্রাক এবং কাভার্ড ভ্যান।
২১ মিনিট আগে