Ajker Patrika

স্বামীর পরকীয়া নিয়ে ঝগড়া, স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর প্রতিনিধি
স্বামীর পরকীয়া নিয়ে ঝগড়া, স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর নগরীর মুলাটোল এলাকায় ফ্যানে ঝুলন্ত অবস্থায় আসমা বেগম (৩৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী মিলন মিয়া পলাতক রয়েছেন। 

এলাকাবাসী জানায়, মিলন ও আসমা দম্পতি নগরীর মুলাটোল এলাকার হকের গলিতে একটি বাসায় ভাড়া থাকতেন। মিলন মিয়ার চায়ের দোকান ছিল। দীর্ঘদিন থেকে তাঁদের মধ্যে পারিবারিক কলহ ছিল। গতকাল বৃহস্পতিবার তাঁদের মধ্যে ঝগড়া হয়। আজ সকালে মিলন আসমার পরিবারকে ফোন করে জানায়, আসমা ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। 

আসমার পরিবারের দাবি, মিলনের সঙ্গে এক নারীর পরকীয়া প্রেম রয়েছে। এই বিষয় নিয়ে মিলন ও আসমার প্রায় ঝগড়া লাগত। পরকীয়ায় বাধা দেওয়ায় আসমাকে হত্যা করা হয়েছে। তাঁরা এ ঘটনায় মিলনের বিরুদ্ধে মামলা দায়ের করবে বলেও জানায়। 

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসাইন আলী বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে। মিলন মিয়াকে আটক করতে অভিযান চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত