নীলফামারী প্রতিনিধি
ঢল ও ভারী বৃষ্টিতে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়েছে। আজ রোববার সকাল ৯টায় এই পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার চরাঞ্চল ও নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বসবাসকারী দুই সহস্রাধিক মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে ফসলের খেত।
গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। এই পয়েন্টের বিপৎসীমা হলো ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। নদীতে পানির চাপ কমাতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে বলে জানায় ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
ডিমলার ছোট খাতা চরের মনোয়ার হোসেন বলেন, গতকাল দুপুরে বাড়ির উঠানে পানি প্রবেশ করেছে। আজ রোববার সকালে বাড়ি ছেড়ে তিস্তার বাঁধে আশ্রয় নিয়েছি। তবে চরের শাকসবজি ও ধানের খেত পানিতে তলিয়ে গেছে।
ডিমলার টেপা খড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণ খড়িবাড়ী, পূর্ব খড়িবাড়ী, তিস্তা বাজার, টাকুর চর এলাকায় পানি ঢুকেছে। দুই সহস্রাধিক মানুষ পানিবন্দী আছে। পানি বাড়ার কারণে চরাঞ্চলের ফসল পানিতে ডুবে গেছে। অনেক চরবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।’ তবে সকাল ১০টার পর থেকে পানি কমেছে বলে জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া শাখার উপপ্রকৌশলী মোহাম্মদ রাশেদীন আজকের পত্রিকাকে বলেন, পানি বাড়ার বিষয়ে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে চরাঞ্চলে পানিবন্দী মানুষকে সরিয়ে নিতে বা ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।
ঢল ও ভারী বৃষ্টিতে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বেড়েছে। আজ রোববার সকাল ৯টায় এই পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার চরাঞ্চল ও নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বসবাসকারী দুই সহস্রাধিক মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে ফসলের খেত।
গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। এই পয়েন্টের বিপৎসীমা হলো ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। নদীতে পানির চাপ কমাতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে বলে জানায় ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।
ডিমলার ছোট খাতা চরের মনোয়ার হোসেন বলেন, গতকাল দুপুরে বাড়ির উঠানে পানি প্রবেশ করেছে। আজ রোববার সকালে বাড়ি ছেড়ে তিস্তার বাঁধে আশ্রয় নিয়েছি। তবে চরের শাকসবজি ও ধানের খেত পানিতে তলিয়ে গেছে।
ডিমলার টেপা খড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণ খড়িবাড়ী, পূর্ব খড়িবাড়ী, তিস্তা বাজার, টাকুর চর এলাকায় পানি ঢুকেছে। দুই সহস্রাধিক মানুষ পানিবন্দী আছে। পানি বাড়ার কারণে চরাঞ্চলের ফসল পানিতে ডুবে গেছে। অনেক চরবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।’ তবে সকাল ১০টার পর থেকে পানি কমেছে বলে জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া শাখার উপপ্রকৌশলী মোহাম্মদ রাশেদীন আজকের পত্রিকাকে বলেন, পানি বাড়ার বিষয়ে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে চরাঞ্চলে পানিবন্দী মানুষকে সরিয়ে নিতে বা ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।
মৌলভীবাজারের সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আঁধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রশাস
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
২ ঘণ্টা আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
৩ ঘণ্টা আগে