বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত চলত ফুটপাতে ফুচকা ও চটপটি বিক্রি। দোকান বন্ধ হলে রাতে পড়াশোনা শুরু হতো তাহিবুল ইসলামের। গভীর রাত পর্যন্ত চলত পড়াশোনা। এবার এইচএসসি পরীক্ষায় ফাজিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছেন তাহিবুল।
তাহিবুলের বাড়ি দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পূর্বপাড়ায়। তাঁর বাবার নাম বাদল হোসেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয় সন্তান তাহিবুল। তিনি এবার বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসা থেকে ২০২২ সালের আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন।
বিরামপুর মেইন রোড ঢাকাগামী কোচ কাউন্টারের সামনে গেলেই চোখে পড়বে একটি ঝকঝকে ভ্যান গাড়িতে ফুচকা ও চটপটি বিক্রয় করছেন তাহিবুল। বাবার পক্ষে ছেলের লেখাপড়ার খরচ চালানো সম্ভব হচ্ছিল না। কিন্তু ইচ্ছা আর অদম্য মনোবলের কারণে দারিদ্র্যকে জয় করে ফুচকা ও চটপটি বিক্রির উপার্জিত অর্থে লেখাপড়া চালিয়ে গেছে তাহিবুল। এই কষ্টের পরে মিলেছে সুফলও। এইচএসসিতে পেয়েছেন জিপিএ-৫।
তাহিবুলের এমন সাফল্যে পরিবারসহ এলাকার সবাই খুশি। তাঁর ক্রেতারাসহ সবাই অভিনন্দন জানিয়েছে তাঁকে।
তাহিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মাদ্রাসা শিক্ষকদের আন্তরিকতায় সবকিছু সম্ভব হয়েছে। সারা দিন ফুচকা বিক্রি শেষে রাতের বেলায় যতটুকু সময় পেয়েছি ততটুকু সময় পড়াশোনা করে আমার এ সাফল্য অর্জন। আমার স্বপ্ন উচ্চশিক্ষা লাভ করে চাকরি করা। লেখাপড়া চালাতে শুধু চটপটি বিক্রি নয় সম্মানজনক যে কোনো কাজ বা পরিশ্রম করতে বিন্দুমাত্র দ্বিধা নেই আমার।’
তাহিবুলের বড় ভাই স্নাতক পাস করেছেন। বড় বোন বিরামপুর সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ও ছোট বোন নর্থ বেঙ্গল কেজি স্কুলে পড়াশোনা করছে।
এ বিষয়ে বিরামপুরের চাঁদপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আ ফ ম হুমায়ুন কবীর আজকের পত্রিকাকে বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে এবার মোট ৬ জন-ছেলে মেয়ে জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে চটপটি বিক্রেতা তাহিবুল একজন। আমি তাহিবুলের সাফল্য কামনা করছি ও সামনের দিন গুলোতে আরও ভালো করবে।
প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত চলত ফুটপাতে ফুচকা ও চটপটি বিক্রি। দোকান বন্ধ হলে রাতে পড়াশোনা শুরু হতো তাহিবুল ইসলামের। গভীর রাত পর্যন্ত চলত পড়াশোনা। এবার এইচএসসি পরীক্ষায় ফাজিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছেন তাহিবুল।
তাহিবুলের বাড়ি দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পূর্বপাড়ায়। তাঁর বাবার নাম বাদল হোসেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয় সন্তান তাহিবুল। তিনি এবার বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসা থেকে ২০২২ সালের আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন।
বিরামপুর মেইন রোড ঢাকাগামী কোচ কাউন্টারের সামনে গেলেই চোখে পড়বে একটি ঝকঝকে ভ্যান গাড়িতে ফুচকা ও চটপটি বিক্রয় করছেন তাহিবুল। বাবার পক্ষে ছেলের লেখাপড়ার খরচ চালানো সম্ভব হচ্ছিল না। কিন্তু ইচ্ছা আর অদম্য মনোবলের কারণে দারিদ্র্যকে জয় করে ফুচকা ও চটপটি বিক্রির উপার্জিত অর্থে লেখাপড়া চালিয়ে গেছে তাহিবুল। এই কষ্টের পরে মিলেছে সুফলও। এইচএসসিতে পেয়েছেন জিপিএ-৫।
তাহিবুলের এমন সাফল্যে পরিবারসহ এলাকার সবাই খুশি। তাঁর ক্রেতারাসহ সবাই অভিনন্দন জানিয়েছে তাঁকে।
তাহিবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মাদ্রাসা শিক্ষকদের আন্তরিকতায় সবকিছু সম্ভব হয়েছে। সারা দিন ফুচকা বিক্রি শেষে রাতের বেলায় যতটুকু সময় পেয়েছি ততটুকু সময় পড়াশোনা করে আমার এ সাফল্য অর্জন। আমার স্বপ্ন উচ্চশিক্ষা লাভ করে চাকরি করা। লেখাপড়া চালাতে শুধু চটপটি বিক্রি নয় সম্মানজনক যে কোনো কাজ বা পরিশ্রম করতে বিন্দুমাত্র দ্বিধা নেই আমার।’
তাহিবুলের বড় ভাই স্নাতক পাস করেছেন। বড় বোন বিরামপুর সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ও ছোট বোন নর্থ বেঙ্গল কেজি স্কুলে পড়াশোনা করছে।
এ বিষয়ে বিরামপুরের চাঁদপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আ ফ ম হুমায়ুন কবীর আজকের পত্রিকাকে বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে এবার মোট ৬ জন-ছেলে মেয়ে জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে চটপটি বিক্রেতা তাহিবুল একজন। আমি তাহিবুলের সাফল্য কামনা করছি ও সামনের দিন গুলোতে আরও ভালো করবে।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
২ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
২ ঘণ্টা আগে