মারুফ কিবরিয়া, রংপুর থেকে
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে হেরে জামানত হারাতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি ছাড়া আরও ৯ প্রার্থী জামানত হারাচ্ছেন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো প্রার্থী যদি প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পান, সে ক্ষেত্রে তাঁর জামানত বাজেয়াপ্ত হওয়ার বিষয়টি আইনে আছে। আমি এখন বাইরে। তাই বিস্তারিত বলতে পারছি না।’
এর আগে গতকাল মঙ্গলবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। এই নির্বাচনে মোট ভোট পড়ে ২ লাখ ৮০ হাজার ৯৭২টি বা ৬৫ দশমিক ৮৮ শতাংশ। এতে জাতীয় পার্টির মুস্তাফিজুর রহমান মোস্তফা ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান জামান পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন ২২ হাজার ৩০৬টি বা ৭ দশমিক ৯৪ শতাংশ ভোট। তিনি যদি ২২ হাজার ৪৭৮ ভোট পেতেন, তাহলে জামানত ফেরত পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারতেন। ১৭২ ভোটের জন্য জামানত হারাতে যাচ্ছেন তিনি।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচনী বিধিমালা ২০১০-এর ৪৪ নম্বর ধারায় বলা আছে, ‘কোনো প্রার্থী নির্বাচনে প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ (আট ভাগের এক ভাগ ভোটের কম) অপেক্ষা কম ভোট পেলে তাঁর জামানতের টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে।’
জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান (১০৫৪৯ ভোট), জাকের পার্টির খোরশেদ আলম (৫৮০৯ ভোট), খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল (২৮৬৪ ভোট), স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান (২৬৭৯ ভোট) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী শরিফার রহমান (৫১৫৬ ভোট) জামানত হারাতে যাচ্ছেন।
উল্লেখ্য, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট। তিনি তাঁর জামানত ফেরত পাবেন।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে হেরে জামানত হারাতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি ছাড়া আরও ৯ প্রার্থী জামানত হারাচ্ছেন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো প্রার্থী যদি প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পান, সে ক্ষেত্রে তাঁর জামানত বাজেয়াপ্ত হওয়ার বিষয়টি আইনে আছে। আমি এখন বাইরে। তাই বিস্তারিত বলতে পারছি না।’
এর আগে গতকাল মঙ্গলবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। এই নির্বাচনে মোট ভোট পড়ে ২ লাখ ৮০ হাজার ৯৭২টি বা ৬৫ দশমিক ৮৮ শতাংশ। এতে জাতীয় পার্টির মুস্তাফিজুর রহমান মোস্তফা ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান জামান পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন ২২ হাজার ৩০৬টি বা ৭ দশমিক ৯৪ শতাংশ ভোট। তিনি যদি ২২ হাজার ৪৭৮ ভোট পেতেন, তাহলে জামানত ফেরত পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারতেন। ১৭২ ভোটের জন্য জামানত হারাতে যাচ্ছেন তিনি।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচনী বিধিমালা ২০১০-এর ৪৪ নম্বর ধারায় বলা আছে, ‘কোনো প্রার্থী নির্বাচনে প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ (আট ভাগের এক ভাগ ভোটের কম) অপেক্ষা কম ভোট পেলে তাঁর জামানতের টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে।’
জাতীয় পার্টির প্রার্থী ছাড়াও বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান (১০৫৪৯ ভোট), জাকের পার্টির খোরশেদ আলম (৫৮০৯ ভোট), খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল (২৮৬৪ ভোট), স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান (২৬৭৯ ভোট) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী শরিফার রহমান (৫১৫৬ ভোট) জামানত হারাতে যাচ্ছেন।
উল্লেখ্য, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান পেয়েছেন ৩৩ হাজার ৮৮৩ ভোট। তিনি তাঁর জামানত ফেরত পাবেন।
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
৭ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগর, বড় সরদারবাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১৬ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে