Ajker Patrika

ফুলবাড়ীতে হয়ে গেল ঐতিহ্যবাহী বউমেলা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ফুলবাড়ীতে হয়ে গেল ঐতিহ্যবাহী বউমেলা

লক্ষ্মীপূজা উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে হয়ে গেল অর্ধশত বছরের ঐতিহ্যবাহী বউমেলা। এ মেলায় ক্রেতা শুধু নারীরাই। আজ সোমবার পৌর এলাকার সুজাপুর গ্রামে দিনব্যাপী বসে এই মেলা। 

প্রতি বছর লক্ষ্মীপূজার পরদিন এই মেলা আয়োজন করা হয়। মেলার আগের দিন পুরো এলাকায় মাইকিং করে প্রচার করা হয়। এরপর মেলার দিন সকাল থেকে শুরু হয় সাজসজ্জার কাজ, বিকেল থেকে আসতে শুরু করেন ক্রেতারা। 

সরেজমিনে মেলা ঘুরে দেখা গেছে, মেলা জুড়ে শামিয়ানা টানিয়ে পসরা সাজিয়ে বসেছিলেন দোকানিরা। মেয়েদের প্রসাধনী সামগ্রী মেলার প্রধান উপজীব্য হলেও একই সঙ্গে স্থান পায় ছোটদের খেলনাসামগ্রী, হস্তশিল্প আর গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ রকমারি মুখরোচক খাবার।

ঐতিহ্যবাহী সুজাপুর সর্বজনীন দুর্গামন্দির চত্ত্বরে নারীদের জন্য আয়োজিত এই মেলার আশপাশে বিপুলসংখ্যক পুরুষ ভিড় জমাতে দেখা গেলেও তাঁদের মেলায় প্রবেশের কোনো অনুমতি ছিল না। বিক্রেতার মধ্যে নারীদের পাশাপাশি পুরুষ থাকলেও শিশু, কিশোরী ও নানা বয়সের নারী ক্রেতাদের নিয়ে জমে উঠেছিল দিনব্যাপী ঐতিহ্যবাহী এই বউমেলা। 

মেলায় খেলনাসামগ্রী, হস্তশিল্প আর গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ রকমারি জিনিস কিনছেন নারী ক্রেতারামেলায় কেনাকাটা করতে আসা সুমিতা, প্রিয়াংকা, দিপ্তিসহ অনেকে জানান, লক্ষ্মীপূজা উপলক্ষে প্রতিবছরই এই বউমেলার আয়োজন করা হয়। মেলায় শুধু নারীরাই ক্রেতা, আবার অনেক দোকানে নারীরাই বিক্রেতা হওয়ায় নির্বিঘ্নে ঘুরে বেড়ানোসহ কেনাকাটা করা যাচ্ছে। এ যেন অন্যরকম আনন্দ তাঁদের। 

মেলার আয়োজক সুজাপুর সর্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি অশেষ রঞ্জন দাস বলেন, লক্ষ্মীপূজা উপলক্ষে দীর্ঘ ৬৩ বছর ধরে বউমেলার আয়োজন করা হচ্ছে। মেলাটি জমিদার ভীমল বাবুর সময় থেকে শুরু হয়। প্রতি বছর লক্ষ্মীপূজার পরদিন এই মেলার আয়োজন করতেন, তখন থেকে আজও মেলাটি চলমান রয়েছে।

মেলাটি শুধু নারীদের জন্যই। তাই মেলায় পুরুষের প্রবেশ নিষেধ। বাড়ির বউয়েরা এই মেলায় আসেন। তাই এই মেলার নাম বউমেলা। 

তিনি আরও বলেন, মেলার নিরাপত্তার জন্য পুলিশ নজরদারি রয়েছে। এতে নারী ক্রেতারাও নির্বিঘ্নে কেনাকাটা করতে পারছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত