Ajker Patrika

পঞ্চগড় সীমান্তে নারী ও শিশুসহ ১৫ জনকে পুশ ইন বিএসএফের

পঞ্চগড় প্রতিনিধি
অনুপ্রবেশের অভিযোগে আটককৃতরা। আজ শনিবার পঞ্চগড় সদর থানা থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা
অনুপ্রবেশের অভিযোগে আটককৃতরা। আজ শনিবার পঞ্চগড় সদর থানা থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

পঞ্চগড়ের খুনিয়াপাড়া ও অমরখানা সীমান্ত থেকে ১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এদের সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করে বলে জানায় বিজিবি। বিজিবির নীলফামারী ব্যাটালিয়নের সদস্যরা ১৫ জনকে সীমান্তবর্তী এলাকা থেকে আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যান। পরে এদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, খুনিয়াপাড়া সীমান্তের মেইন পিলার ৭৬৪-এর ১৯ নম্বর সাবপিলার এবং অমরখানা সীমান্তের মেইন পিলার ৭৪৩-এর ৩ নম্বর সাবপিলার এলাকা দিয়ে মোট ১৫ জনকে পুশ ইন করে বিএসএফ। পরে সীমান্তসংলগ্ন এলাকা থেকেই বিজিবির টহল দল এদের আটক করে। আটককৃতরা বাংলাদেশের খুলনা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা বলে জানা গেছে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ‘১৫ জনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের হস্তান্তর করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে হার্ডিঞ্জের পাশে রেলসেতু

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, ভারতের মোদির ভাই যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত