Ajker Patrika

নিরাপদ সড়কের দাবিতে বিইউএইচএস শিক্ষার্থীদের মানববন্ধন

অনলাইন ডেস্ক
নিরাপদ সড়কের দাবিতে বিইউএইচএসের শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: বিজ্ঞপ্তি
নিরাপদ সড়কের দাবিতে বিইউএইচএসের শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: বিজ্ঞপ্তি

নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের (বিইউএইচএস) শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ র‍্যালির করেছেন। গত বৃহস্পতিবার (১ জুলাই) ক্যাম্পাস-সংলগ্ন মিরপুরের দারুস সালাম রোডে মানববন্ধন ও প্রতিবাদ র‍্যালির আয়োজন করেন তাঁরা।

সম্প্রতি টেকনিক্যাল মোড়ে বাসের ধাক্কায় বিইউএইচএসের রেডিওলোজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি বিভাগের সপ্তম সেমিস্টারের মো. উজ্জ্বল হোসেন নামের একজন ছাত্র আহত হলে তাঁর প্রতিবাদে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা সকাল থেকে ‘নিরাপদ সড়ক চাই’সহ বিভিন্ন লেখাসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে ক্যাম্পাসে জড়ো হয়। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে র‍্যালি শুরু হয়। দারুস সালাম রোড ও টেকনিক্যাল মোড় প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এসে র‍্যালি শেষ হয়। এরপর তাঁরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

নিরাপদ সড়কের দাবিতে বিইউএইচএসের শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: বিজ্ঞপ্তি
নিরাপদ সড়কের দাবিতে বিইউএইচএসের শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: বিজ্ঞপ্তি

বিইউএইচএসের শিক্ষার্থীরা দুর্ঘটনা রোধে অবিলম্বে সড়কে পর্যাপ্ত গতিরোধক নির্মাণের দাবি জানান। বিইউএইচএসের রিপ্রোডাকটিভ অ্যান্ড চাইল্ড হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ডা. নাসরীন নাহার অনুষ্ঠানে অংশ নিয়ে দুর্ঘটনায় ছাত্র আহত হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিইউএইচএসের উপাচার্য অধ্যাপক ড. জে এম এ হান্নান শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। তিনি সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সালিস না মেনে মামলা, ক্ষিপ্ত মেম্বার-চেয়ারম্যানরা হত্যা করেন মা ও ছেলে-মেয়েকে: র‍্যাব

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, ভারতীয় নিরব মোদির বেলজিয়ান ভাই যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত