Ajker Patrika

২০ মামলার আসামি ‘সন্ত্রাসী মুসা’ গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি
পুলিশের হাতে গ্রেপ্তার মুসা। ছবি: আজকের পত্রিকা
পুলিশের হাতে গ্রেপ্তার মুসা। ছবি: আজকের পত্রিকা

ছিনতাই, ডাকাতি, অপহরণ, মাদক কারবারি—এমন নানা কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে করা ২০টি মামলার আসামি মুসা (২৮) পুলিশের হাতে আবারও গ্রেপ্তার হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিজ বাসা থেকে জেলার গোয়েন্দা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগেও সাতবার গ্রেপ্তার করা হয় তাঁকে।

মুসা দিনাজপুর সদর উপজেলার বড়ইল (চেহেলগাজী মাজারসংলগ্ন) এলাকার মৃত কছিম উদ্দিনের ছেলে। গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে একটি চাপাতি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ২টার দিকে জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন এসপি মো. মারুফাত হোসাইন। তিনি বলেন, দিনাজপুর শহরের কলেজ মোড় হতে বাঁশের হাট এলাকায় চুরি-ছিনতাই ও ডাকাতির মতো অপকর্ম পরিচালনা করতেন মুসা। এই এলাকায় তাঁর কিছু অনুসারীও এসব কাজে জড়িত রয়েছে। মুসা ও তাঁর দল বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ছিনতাই করতেন। সম্প্রতি আসন্ন ঈদকে কেন্দ্র করে মুসা ছিনতাইয়ের পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গতকাল রাত সাড়ে ৩টায় গ্রেপ্তার করা হয়। তাঁকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে, একই সঙ্গে রিমান্ডের আবেদন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত