কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে পাঠদান বন্ধ ঘোষণার ৩০ মিনিট পর প্রত্যাহার করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। উপজেলার ৭৫ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আজ রোববার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পাঠদান বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
শিক্ষক সমিতির সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে কিছু অসাধু ও স্বার্থান্বেষী মহল শিক্ষকদের সম্মান নষ্ট করতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তারা কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে স্থানীয়দের দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করাচ্ছেন। শিক্ষকদের লাঞ্ছনার পাশাপাশি শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে। তাদের এসব কর্মকাণ্ডে শিক্ষকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বিকেল ৪টার দিকে সাংবাদিকদের একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠদান অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। সেটি জানানোর পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি হক শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলে পাঠদান বন্ধের সিদ্ধান্তের ৩০ মিনিট পরেই প্রত্যাহার করে নেওয়া হয়।
এদিকে উপজেলা পরিষদের হলরুমে আজ সকালে উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি হক ও সেনাবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট মুরাদ আহম্মেদ, থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল এক আলোচনাসভায় উপস্থিত ছিলেন। এ সময়ে তাঁরা শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন।
নীলফামারীর কিশোরগঞ্জে শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে পাঠদান বন্ধ ঘোষণার ৩০ মিনিট পর প্রত্যাহার করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। উপজেলার ৭৫ মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আজ রোববার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পাঠদান বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
শিক্ষক সমিতির সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে কিছু অসাধু ও স্বার্থান্বেষী মহল শিক্ষকদের সম্মান নষ্ট করতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তারা কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে স্থানীয়দের দিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করাচ্ছেন। শিক্ষকদের লাঞ্ছনার পাশাপাশি শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে। তাদের এসব কর্মকাণ্ডে শিক্ষকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বিকেল ৪টার দিকে সাংবাদিকদের একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠদান অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। সেটি জানানোর পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি হক শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিলে পাঠদান বন্ধের সিদ্ধান্তের ৩০ মিনিট পরেই প্রত্যাহার করে নেওয়া হয়।
এদিকে উপজেলা পরিষদের হলরুমে আজ সকালে উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি হক ও সেনাবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট মুরাদ আহম্মেদ, থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল এক আলোচনাসভায় উপস্থিত ছিলেন। এ সময়ে তাঁরা শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন।
হবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে ভগ্নিপতি ও ভাগনে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মহদিরকোনা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত ছেরাগ আলী (৫৫) ওই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
১ মিনিট আগেঢাকা মহানগরের জন্য প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তুত খসড়াটি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে এক মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে।
৩ মিনিট আগেরনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৮ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৮ মিনিট আগে