দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের কাহারোলে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুল করিম নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কের এগারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল করিম নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক সাব-ইন্সপেক্টর (টিএসআই) পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (বৃহস্পতিবার) বিকেলে বীরগঞ্জে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন শেষে আব্দুল করিম মোটরসাইকেলে শহরে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা শামীম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন তিনি। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বলেন, ‘বাসের সঙ্গে সংঘর্ষে আমাদের এক সদস্যের মৃত্যু হয়েছে। পালিয়ে যাওয়ার সময় ঘাতক বাসটিকে উপজেলার হাটখোলা এলাকায় আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বাসচালক ও চালকের সহকারী পলাতক রয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
দিনাজপুরের কাহারোলে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুল করিম নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার উপজেলার পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কের এগারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল করিম নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি দিনাজপুর জেলা পুলিশের ট্রাফিক সাব-ইন্সপেক্টর (টিএসআই) পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (বৃহস্পতিবার) বিকেলে বীরগঞ্জে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন শেষে আব্দুল করিম মোটরসাইকেলে শহরে ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা শামীম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়েন তিনি। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বলেন, ‘বাসের সঙ্গে সংঘর্ষে আমাদের এক সদস্যের মৃত্যু হয়েছে। পালিয়ে যাওয়ার সময় ঘাতক বাসটিকে উপজেলার হাটখোলা এলাকায় আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বাসচালক ও চালকের সহকারী পলাতক রয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আশুলিয়ার গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
৪ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুর উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর (চলতি দায়িত্ব) জাহাঙ্গীর আলমকে একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ফাতেমাতুজ্জোহুরা নামের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। উপজেলা রিসোর্স সেন্টার কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই শিক্ষকের বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট
১০ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রোকেয়া হলের ৩৪ লাখ টাকা এক দিনে ব্যাংক থেকে তুলে হল প্রভোস্ট তাঁর পারিবারিক কাজে ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। এ খবর জানাজানি হওয়ার পর আগামী ৬ মাসের মধ্যে এই টাকা হলে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
১৩ মিনিট আগেমধ্যনগর উপজেলার কৃষক লীগের আহ্বায়ক মো. রুহুল আমিন তালুকদার রব রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি।
৩৭ মিনিট আগে