Ajker Patrika

রংপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ 

রংপুর প্রতিনিধি
রংপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ 

রংপুরে নগরীতে দাঁড়িয়ে থাকা অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রংপুর নগরীর নব্দীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা অটোরিকশাটিকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে যান চলাচল প্রায় এক ঘন্টা বন্ধ ছিল। 

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। 

মাহীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রোববার সন্ধা সাড়ে ৬টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম থেকে ছেড়ে আসা মানিক পরিবহন নামে একটি বাস রংপুরের নব্দীগঞ্জ এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক ও তিন আরোহীসহ চারজন গুরুতর আহত হন। অনিল চন্দ্র নামে একজন ঘটনাস্থলেই মারা যান। 

পুলিশ জানিয়েছে, গুরুতর আহত ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুইজন। এরমধ্যে একজনের নাম পবিত্র নন্দী। তিনি একটি ওষুধ কোম্পানীতে চাকুরি করতেন। অন্যদের পরিচয় পাওয়া যায়নি। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাজ্জাদ হোসেন জানান, বাসের চালক ও হেল্পার পালিয়েছে। বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত