Ajker Patrika

প্রেমের টানে পঞ্চগড়ে আসা ভারতীয় কিশোরীকে ফেরত পাঠাল পুলিশ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২০: ৪৪
প্রেমের টানে পঞ্চগড়ে আসা ভারতীয় কিশোরীকে ফেরত পাঠাল পুলিশ

প্রেমের টানে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আসা ভারতীয় কিশোরী খুসনামাকে (১৭) দেশে ফেরত পাঠিয়েছে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ। আজ শুক্রবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। 

জেলার তেঁতুলিয়া উপজেলা সদরের পুরোনো বাজারের তেলিপাড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনের পিলার নম্বর ৪৪২-এর ৭এস ও ৪৪৩ মেইন পিলার বরাবর পতাকা বৈঠকের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর পঞ্চগড় বিজিবির সহায়তায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ওই কিশোরীর বাবা-মায়ের উপস্থিতিতে তাকে ভারতে ফেরত পাঠিয়েছে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ। 

এ সময় উপস্থিত ছিলেন বিএসএফের ২৭৬ ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার কামাল সিং, ইন্সপেক্টর উপেন্দ্র সিং, প্রমোদ কুমার, ভারতীয় গোয়ালপুকুর থানার কনস্টেবল দিলীপ কুমার সরকার, বিজিবির তেঁতুলিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল মোতালেব, তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমারসহ ভারত-বাংলাদেশের বিজিবি-বিএসএফ ও পুলিশ সদস্যরা। 

জানা যায়, গত বুধবার রাতে কাঁটাতার পেরিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় এক বাড়িতে আশ্রয় নেয় খুসনামা নামে ওই কিশোরী। পরে স্থানীয়রা গতকাল বৃহস্পতিবার সকালে ওই এলাকায় হঠাৎ ভারতীয় কিশোরীকে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ কিশোরীকে তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যায়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক করার পর বিএসএফ ভারতে কিশোরীর বাড়িতে খোঁজ নেয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর আজ শুক্রবার বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ওই কিশোরীকে ভারতে ফেরত পাঠায় পুলিশ। 

এ বিষয়ে তেঁতুলিয়া বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল মোতালেব বলেন, ‘পুলিশ ওই কিশোরীকে আটকের পর বিষয়টি আমাদের জানানো হয়। পরে বিজিবির পক্ষ থেকে ভারতের বিএসএফের সঙ্গে যোগাযোগ করে পরপর দুই দফা পতাকা বৈঠক করা হয়। পরে ওই কিশোরীর পরিচয় নিশ্চিত হওয়ায় বিএসএফের মাধ্যমে তাকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।’

তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমার বলেন, ‘ভারত থেকে বাংলাদেশে এক কিশোরী এসেছে—এমন সংবাদের ভিত্তিতে খুসনামা নামে ওই কিশোরীকে আটক করে পুলিশ। পরে থানায় নিয়ে এসে বিজিবিকে বিষয়টি জানালে বিজিবি বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আয়োজন করে। গতকাল পতাকা বৈঠকে ওই কিশোরীর সব তথ্য নেয় বিজিবি। পরে তার দেওয়া সব তথ্য নিশ্চিত হলে আজ শুক্রবার দুপুরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তরুণীর বাবা-মায়ের হাতে তাকে তুলে দিয়ে ভারতে ফেরত পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত