Ajker Patrika

টিউবওয়েলের পানি গড়িয়ে পড়া গর্তে ডুবে ১৬ মাস বয়সী বাচ্চার মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
টিউবওয়েলের পানি গড়িয়ে পড়া গর্তে ডুবে ১৬ মাস বয়সী বাচ্চার মৃত্যু

টিউবওয়েলের পানি গড়িয়ে পড়া গর্তে ডুবে দিনাজপুরের খানসামা উপজেলায় নেহা রায় নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ সোমবার সকালে উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের ধনুশাহ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নেহা রায় ওই গ্রামের দ্বীপেন রায়ের মেয়ে। 

পরিবার সূত্রে জানা যায়, মাত্র ১৬ মাস বয়সী নেহা রায় কেবল হাঁটা শুরু করছে। নিহতের সময় তাঁর মা কাজে ব্যস্ত থাকায় সে হাটতে হাটতে টিউবওয়েলের কাছে যায়। পরে ওই গর্তে পরে যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর নেহাকে ঐ গর্তে থেকে উদ্ধার করে। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ইউএনও মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ইউপি চেয়ারম্যানসহ গিয়েছিলাম শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে এবং প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খানসামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম বলেন, এটি একটি অপমৃত্যু। সকলে নিজ সন্তানদের নজরে রাখবেন, পানিতে ডুবে মৃত্যু রোধে নিজ অবস্থান থেকে সচেতন থাকা জরুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত