বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও এক গ্রাহকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার দুজনই আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদিকে এ ঘটনায় তারা উভয়ের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছেন।
আজ শুক্রবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াখোর গ্রামে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সকালে বৈদ্যুতিক মিটার রিডিং লিখতে জিয়াখোর গ্রামে যান বালিয়াডাঙ্গী পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত মিটার রিডার ফজল। ওই গ্রামের গ্রাহক মোজাম্মেল হকের ছেলে আনসারুলের বাড়ির মিটারের রিডিং লিখে ফিরছিলেন তিনি। এ সময় গ্রাহক আনসারুল রিডার ফজলকে মিটারে অতিরিক্ত বিল আসার কথা জানিয়ে মিটার পরিবর্তন করে দিতে বলে। গ্রাহক আনসারুলকে বালিয়াডাঙ্গী জোনাল অফিসে গিয়ে আবেদনের পরামর্শ দেন ফজল। এ নিয়ে তাদের দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এরপরে হাতাহাতি, একপর্যায়ে দুজনের শার্ট ছিঁড়ে যায়।
এ ঘটনার পর বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন গ্রাহক আনসারুল। তিনি শুক্রবার বিকেলে বলেন, ‘আমি মিটার পরিবর্তন করে চাইলাম, আমাকে অফিসে আসতে বলল। অন্যজনে ১০০ টাকা দিলেই মিটার পরিবর্তন করে দেয়। আমি এ কথা বলতেই মিটার রিডার আমাকে মেরেছে। আমি হাসপাতালে ভর্তি হয়েছি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকে লিখিতভাবে জানিয়েছি।’
এ অভিযোগের বিষয়ে মিটার রিডার ফজলের কাছে জানতে চান আজকের পত্রিকার এ প্রতিবেদক। মোবাইলে ফজল বলেন, ‘তুচ্ছ ঘটনায় আমার ওপর চড়াও হয়ে মারধর করেছে। আমার এক কান দিয়ে শুনতে পারছি না। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাঁরা আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছে।’
দুওসুও ইউপি চেয়ারম্যান প্রভাষক সোহেল রানা বলেন, ‘বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপককে মোবাইলে জানিয়েছি।’
বালিয়াডাঙ্গী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) কামরুল হাসান বলেন, ‘সরকারি কাজে বাধা সৃষ্টির অভিযোগে ওই গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে আনা হয়েছে। মিটার রিডারকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। আমরা আগামীকাল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এর আগেও ওই গ্রাহকের বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সমিতি মামলা করেছিল।’
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও এক গ্রাহকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার দুজনই আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদিকে এ ঘটনায় তারা উভয়ের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছেন।
আজ শুক্রবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াখোর গ্রামে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সকালে বৈদ্যুতিক মিটার রিডিং লিখতে জিয়াখোর গ্রামে যান বালিয়াডাঙ্গী পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত মিটার রিডার ফজল। ওই গ্রামের গ্রাহক মোজাম্মেল হকের ছেলে আনসারুলের বাড়ির মিটারের রিডিং লিখে ফিরছিলেন তিনি। এ সময় গ্রাহক আনসারুল রিডার ফজলকে মিটারে অতিরিক্ত বিল আসার কথা জানিয়ে মিটার পরিবর্তন করে দিতে বলে। গ্রাহক আনসারুলকে বালিয়াডাঙ্গী জোনাল অফিসে গিয়ে আবেদনের পরামর্শ দেন ফজল। এ নিয়ে তাদের দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এরপরে হাতাহাতি, একপর্যায়ে দুজনের শার্ট ছিঁড়ে যায়।
এ ঘটনার পর বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন গ্রাহক আনসারুল। তিনি শুক্রবার বিকেলে বলেন, ‘আমি মিটার পরিবর্তন করে চাইলাম, আমাকে অফিসে আসতে বলল। অন্যজনে ১০০ টাকা দিলেই মিটার পরিবর্তন করে দেয়। আমি এ কথা বলতেই মিটার রিডার আমাকে মেরেছে। আমি হাসপাতালে ভর্তি হয়েছি এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানকে লিখিতভাবে জানিয়েছি।’
এ অভিযোগের বিষয়ে মিটার রিডার ফজলের কাছে জানতে চান আজকের পত্রিকার এ প্রতিবেদক। মোবাইলে ফজল বলেন, ‘তুচ্ছ ঘটনায় আমার ওপর চড়াও হয়ে মারধর করেছে। আমার এক কান দিয়ে শুনতে পারছি না। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাঁরা আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছে।’
দুওসুও ইউপি চেয়ারম্যান প্রভাষক সোহেল রানা বলেন, ‘বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপককে মোবাইলে জানিয়েছি।’
বালিয়াডাঙ্গী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) কামরুল হাসান বলেন, ‘সরকারি কাজে বাধা সৃষ্টির অভিযোগে ওই গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে মিটার খুলে আনা হয়েছে। মিটার রিডারকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। আমরা আগামীকাল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এর আগেও ওই গ্রাহকের বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সমিতি মামলা করেছিল।’
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে তেলবাহী খালি একটি ট্রেন ঘোরানোর সময় চালকের ভুলে লাইনচ্যুত হয়েছে। শনিবার (১০ মে) বেলা দেড়টায় শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
১২ মিনিট আগেহবিগঞ্জ সীমান্তে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে রোহিঙ্গা ও বিদেশি নাগরিকদের ভারতের পুশ ইন করার ঘটনার পরিপ্রেক্ষিতে এমন অবস্থান নিয়েছে বিজিবি। প্রায় ১০৩ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত এলাকায় এখনো কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তবে ভবিষ্যৎ অনাকাঙ্ক্ষিত পর
১৩ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে কাজলী বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কাজলী বেগম ওই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।
২০ মিনিট আগেখুলনায় বিদ্যুতায়িত হয়ে আমিরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ মে) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর লবণচরা থানার বুড়ো মৌলভীর দরগা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক কয়রা উপজেলার বামিয়া গ্রামের বাসিন্দা ফজলু হাওলাদারের ছেলে। তিনি ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।
২৪ মিনিট আগে