আনিসুল হক জুয়েল, দিনাজপুর
দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময়ের জমজমাট ব্যবসা। একনামেই চেনে সবাই। মুন্সিপাড়ায় কিনতে গেলে যে কয়টি দোকানে সব রকম বই পাওয়া যায়, তার মধ্যে সোবহানিয়া লাইব্রেরি অন্যতম। দাদার আমল থেকে সুনামের সঙ্গে চলছিল ব্যবসা। পরিধি বাড়াতে শহরের দিনাজপুর সরকারি কলেজ মোড়ে লাইব্রেরির শাখা করে। পাশাপাশি ব্যবসায় নান্দনিকতা আনতে শুরু করেন দৃষ্টিনন্দন কফি শপ।
কলেজ মোড়ের লাইব্রেরিটি ও কফি শপ ছাত্রছাত্রীদের কোলাহলে মুখরিত থাকত সব সময়। কিন্তু করোনার ধাক্কায় তাতে ভাটা পড়ে। ব্যাংকের ঋণ আর ঋণের সুদ সামলাতে না পেরে ব্যবসা বন্ধ হয়ে গেছে। সপরিবারে এলাকা ছেড়েছেন সোবহানিয়া লাইব্রেরির কর্ণধার সিরাজ পাটোয়ারী। তাঁর বকেয়া আদায়ে লাইব্রেরিসহ সব সম্পদ নিলামে তুলেছে ব্যাংক।
রমরমা ব্যবসায় হঠাৎ ছন্দপতন। যে দোকানে সকাল থেকে রাত অবধি ভিড় লেগে থাকত, সেখানে করোনার শুরু থেকে ঝাঁপ ফেলে আবারও সুদিনের অপেক্ষায় রয়েছেন হাসমত বুক ডিপোর স্বত্বাধিকারী এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি দিনাজপুর জেলা শাখার সহসভাপতি আহসানউল্লাহ ভূঁইয়া কনক। দীর্ঘ দেড় বছর দোকান বন্ধ করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় নিজের পুঁজি ভেঙে সংসার চালাচ্ছেন তিনি।
জেলার কাহারোলের ১০ মাইলে লাইব্রেরির ব্যবসা করেন শহীদুল ইসলাম। করোনায় বই বেচাকেনা না থাকায় বাধ্য হয়ে তা বন্ধ রেখে শুরু করেছেন কসমেটিকস, মনোহারীসহ হরেক মালের ব্যবসা। শহীদুল ইসলাম বলেন, ‘স্কুল-কলেজ বন্ধ, কবে খুলবে তার ঠিক নেই। বই বিক্রি একবারেই বন্ধ। বাধ্য হয়ে ব্যবসায় পরিবর্তন এনেছি।’
জেলার বিরলের চৌরঙ্গী বাজারে খায়রুল লাইব্রেরির মালিক খায়রুল ইসলাম। ব্যবসা না থাকায় সব বই ফেরত দিয়েছেন। পরিবর্তে তুলেছেন কসমেটিকসহ জুতা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও বইয়ের ব্যবসা শুরু করবেন তিনি।
শুধু শহীদুল বা খায়রুল নয়। দিনাজপুরে বইয়ের দোকানগুলো এখন প্রায় ক্রেতাশূন্য। দোকানদারেরা প্রতিদিন নিয়মমাফিক দোকান খুলে বসে থাকেন ক্রেতাদের আশায়। সারা দিন শূন্য দৃষ্টি খুঁজে ফেরে তাঁদের। কিন্তু আর দেখা মেলে না। গতকাল শহরের মুন্সিপাড়ায় দেখা যায়, অধিকাংশ লাইব্রেরি বন্ধ। যারা খুলেছেন, তাঁরা সারা দিন বসে থাকেন ক্রেতাদের আশায়।
মুন্সিপাড়ার রবিউল লাইব্রেরির মালিক রবিউল ইসলাম বলেন, ‘সকাল থেকে সারা দিনে বিক্রি করেছি ৬০ টাকার। গত বৃহস্পতিবার বিক্রি হয়েছে মাত্র ২০ টাকার। আগে যেখানে মৌসুমে দৈনিক লক্ষাধিক টাকার বিক্রি হতো। অন্য সময়ে খুব কম হলেও ১০ হাজার টাকার হতো। এখন সারা মাসেও ১০ হাজার টাকার বিক্রি হয় না। কিন্তু দোকানভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন আগের মতোই আছে। পরিস্থিতি ভালো হওয়ার আশায় দেড় বছর ধরে পুঁজি ভেঙে চলছি। আর পারছি না। এখন যেকোনো সময় দোকান বন্ধ করে দিতে হবে।’
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি দিনাজপুর শাখার কর্মকর্তারা জানিয়েছেন, জেলায় তাদের নিবন্ধিত সদস্য সংখ্যা ২২৫ জন। গত বছর করোনায় নিবন্ধন করেছিলেন ১১৫ জন। আর এ বছর গতকাল পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৩৩ জন। অধিকাংশ ব্যবসায়ীই ব্যবসা পাল্টানোর চিন্তা করছেন।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জেলা শাখার সভাপতি ও গ্রীণ লাইব্রেরির স্বত্বাধিকারী মফিদুল ইসলাম সাদেক (স্বপন) বলেন, এ ব্যবসার সঙ্গে লক্ষাধিক পরিবারের জীবিকা জড়িত। কিন্তু এ দীর্ঘ সময়েও আমরা সরকারের পক্ষ থেকে কোনো প্রণোদনা কিংবা সাহায্য-সহযোগিতা পাইনি। কর্তৃপক্ষ আমাদের বিষয়টি বিবেচনা করলে এর সঙ্গে জড়িত কয়েক লাখ লোকের মুখে হাসি ফুটবে।’
দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময়ের জমজমাট ব্যবসা। একনামেই চেনে সবাই। মুন্সিপাড়ায় কিনতে গেলে যে কয়টি দোকানে সব রকম বই পাওয়া যায়, তার মধ্যে সোবহানিয়া লাইব্রেরি অন্যতম। দাদার আমল থেকে সুনামের সঙ্গে চলছিল ব্যবসা। পরিধি বাড়াতে শহরের দিনাজপুর সরকারি কলেজ মোড়ে লাইব্রেরির শাখা করে। পাশাপাশি ব্যবসায় নান্দনিকতা আনতে শুরু করেন দৃষ্টিনন্দন কফি শপ।
কলেজ মোড়ের লাইব্রেরিটি ও কফি শপ ছাত্রছাত্রীদের কোলাহলে মুখরিত থাকত সব সময়। কিন্তু করোনার ধাক্কায় তাতে ভাটা পড়ে। ব্যাংকের ঋণ আর ঋণের সুদ সামলাতে না পেরে ব্যবসা বন্ধ হয়ে গেছে। সপরিবারে এলাকা ছেড়েছেন সোবহানিয়া লাইব্রেরির কর্ণধার সিরাজ পাটোয়ারী। তাঁর বকেয়া আদায়ে লাইব্রেরিসহ সব সম্পদ নিলামে তুলেছে ব্যাংক।
রমরমা ব্যবসায় হঠাৎ ছন্দপতন। যে দোকানে সকাল থেকে রাত অবধি ভিড় লেগে থাকত, সেখানে করোনার শুরু থেকে ঝাঁপ ফেলে আবারও সুদিনের অপেক্ষায় রয়েছেন হাসমত বুক ডিপোর স্বত্বাধিকারী এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি দিনাজপুর জেলা শাখার সহসভাপতি আহসানউল্লাহ ভূঁইয়া কনক। দীর্ঘ দেড় বছর দোকান বন্ধ করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় নিজের পুঁজি ভেঙে সংসার চালাচ্ছেন তিনি।
জেলার কাহারোলের ১০ মাইলে লাইব্রেরির ব্যবসা করেন শহীদুল ইসলাম। করোনায় বই বেচাকেনা না থাকায় বাধ্য হয়ে তা বন্ধ রেখে শুরু করেছেন কসমেটিকস, মনোহারীসহ হরেক মালের ব্যবসা। শহীদুল ইসলাম বলেন, ‘স্কুল-কলেজ বন্ধ, কবে খুলবে তার ঠিক নেই। বই বিক্রি একবারেই বন্ধ। বাধ্য হয়ে ব্যবসায় পরিবর্তন এনেছি।’
জেলার বিরলের চৌরঙ্গী বাজারে খায়রুল লাইব্রেরির মালিক খায়রুল ইসলাম। ব্যবসা না থাকায় সব বই ফেরত দিয়েছেন। পরিবর্তে তুলেছেন কসমেটিকসহ জুতা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও বইয়ের ব্যবসা শুরু করবেন তিনি।
শুধু শহীদুল বা খায়রুল নয়। দিনাজপুরে বইয়ের দোকানগুলো এখন প্রায় ক্রেতাশূন্য। দোকানদারেরা প্রতিদিন নিয়মমাফিক দোকান খুলে বসে থাকেন ক্রেতাদের আশায়। সারা দিন শূন্য দৃষ্টি খুঁজে ফেরে তাঁদের। কিন্তু আর দেখা মেলে না। গতকাল শহরের মুন্সিপাড়ায় দেখা যায়, অধিকাংশ লাইব্রেরি বন্ধ। যারা খুলেছেন, তাঁরা সারা দিন বসে থাকেন ক্রেতাদের আশায়।
মুন্সিপাড়ার রবিউল লাইব্রেরির মালিক রবিউল ইসলাম বলেন, ‘সকাল থেকে সারা দিনে বিক্রি করেছি ৬০ টাকার। গত বৃহস্পতিবার বিক্রি হয়েছে মাত্র ২০ টাকার। আগে যেখানে মৌসুমে দৈনিক লক্ষাধিক টাকার বিক্রি হতো। অন্য সময়ে খুব কম হলেও ১০ হাজার টাকার হতো। এখন সারা মাসেও ১০ হাজার টাকার বিক্রি হয় না। কিন্তু দোকানভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন আগের মতোই আছে। পরিস্থিতি ভালো হওয়ার আশায় দেড় বছর ধরে পুঁজি ভেঙে চলছি। আর পারছি না। এখন যেকোনো সময় দোকান বন্ধ করে দিতে হবে।’
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি দিনাজপুর শাখার কর্মকর্তারা জানিয়েছেন, জেলায় তাদের নিবন্ধিত সদস্য সংখ্যা ২২৫ জন। গত বছর করোনায় নিবন্ধন করেছিলেন ১১৫ জন। আর এ বছর গতকাল পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৩৩ জন। অধিকাংশ ব্যবসায়ীই ব্যবসা পাল্টানোর চিন্তা করছেন।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জেলা শাখার সভাপতি ও গ্রীণ লাইব্রেরির স্বত্বাধিকারী মফিদুল ইসলাম সাদেক (স্বপন) বলেন, এ ব্যবসার সঙ্গে লক্ষাধিক পরিবারের জীবিকা জড়িত। কিন্তু এ দীর্ঘ সময়েও আমরা সরকারের পক্ষ থেকে কোনো প্রণোদনা কিংবা সাহায্য-সহযোগিতা পাইনি। কর্তৃপক্ষ আমাদের বিষয়টি বিবেচনা করলে এর সঙ্গে জড়িত কয়েক লাখ লোকের মুখে হাসি ফুটবে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে