আনিসুল হক জুয়েল, দিনাজপুর
দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময়ের জমজমাট ব্যবসা। একনামেই চেনে সবাই। মুন্সিপাড়ায় কিনতে গেলে যে কয়টি দোকানে সব রকম বই পাওয়া যায়, তার মধ্যে সোবহানিয়া লাইব্রেরি অন্যতম। দাদার আমল থেকে সুনামের সঙ্গে চলছিল ব্যবসা। পরিধি বাড়াতে শহরের দিনাজপুর সরকারি কলেজ মোড়ে লাইব্রেরির শাখা করে। পাশাপাশি ব্যবসায় নান্দনিকতা আনতে শুরু করেন দৃষ্টিনন্দন কফি শপ।
কলেজ মোড়ের লাইব্রেরিটি ও কফি শপ ছাত্রছাত্রীদের কোলাহলে মুখরিত থাকত সব সময়। কিন্তু করোনার ধাক্কায় তাতে ভাটা পড়ে। ব্যাংকের ঋণ আর ঋণের সুদ সামলাতে না পেরে ব্যবসা বন্ধ হয়ে গেছে। সপরিবারে এলাকা ছেড়েছেন সোবহানিয়া লাইব্রেরির কর্ণধার সিরাজ পাটোয়ারী। তাঁর বকেয়া আদায়ে লাইব্রেরিসহ সব সম্পদ নিলামে তুলেছে ব্যাংক।
রমরমা ব্যবসায় হঠাৎ ছন্দপতন। যে দোকানে সকাল থেকে রাত অবধি ভিড় লেগে থাকত, সেখানে করোনার শুরু থেকে ঝাঁপ ফেলে আবারও সুদিনের অপেক্ষায় রয়েছেন হাসমত বুক ডিপোর স্বত্বাধিকারী এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি দিনাজপুর জেলা শাখার সহসভাপতি আহসানউল্লাহ ভূঁইয়া কনক। দীর্ঘ দেড় বছর দোকান বন্ধ করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় নিজের পুঁজি ভেঙে সংসার চালাচ্ছেন তিনি।
জেলার কাহারোলের ১০ মাইলে লাইব্রেরির ব্যবসা করেন শহীদুল ইসলাম। করোনায় বই বেচাকেনা না থাকায় বাধ্য হয়ে তা বন্ধ রেখে শুরু করেছেন কসমেটিকস, মনোহারীসহ হরেক মালের ব্যবসা। শহীদুল ইসলাম বলেন, ‘স্কুল-কলেজ বন্ধ, কবে খুলবে তার ঠিক নেই। বই বিক্রি একবারেই বন্ধ। বাধ্য হয়ে ব্যবসায় পরিবর্তন এনেছি।’
জেলার বিরলের চৌরঙ্গী বাজারে খায়রুল লাইব্রেরির মালিক খায়রুল ইসলাম। ব্যবসা না থাকায় সব বই ফেরত দিয়েছেন। পরিবর্তে তুলেছেন কসমেটিকসহ জুতা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও বইয়ের ব্যবসা শুরু করবেন তিনি।
শুধু শহীদুল বা খায়রুল নয়। দিনাজপুরে বইয়ের দোকানগুলো এখন প্রায় ক্রেতাশূন্য। দোকানদারেরা প্রতিদিন নিয়মমাফিক দোকান খুলে বসে থাকেন ক্রেতাদের আশায়। সারা দিন শূন্য দৃষ্টি খুঁজে ফেরে তাঁদের। কিন্তু আর দেখা মেলে না। গতকাল শহরের মুন্সিপাড়ায় দেখা যায়, অধিকাংশ লাইব্রেরি বন্ধ। যারা খুলেছেন, তাঁরা সারা দিন বসে থাকেন ক্রেতাদের আশায়।
মুন্সিপাড়ার রবিউল লাইব্রেরির মালিক রবিউল ইসলাম বলেন, ‘সকাল থেকে সারা দিনে বিক্রি করেছি ৬০ টাকার। গত বৃহস্পতিবার বিক্রি হয়েছে মাত্র ২০ টাকার। আগে যেখানে মৌসুমে দৈনিক লক্ষাধিক টাকার বিক্রি হতো। অন্য সময়ে খুব কম হলেও ১০ হাজার টাকার হতো। এখন সারা মাসেও ১০ হাজার টাকার বিক্রি হয় না। কিন্তু দোকানভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন আগের মতোই আছে। পরিস্থিতি ভালো হওয়ার আশায় দেড় বছর ধরে পুঁজি ভেঙে চলছি। আর পারছি না। এখন যেকোনো সময় দোকান বন্ধ করে দিতে হবে।’
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি দিনাজপুর শাখার কর্মকর্তারা জানিয়েছেন, জেলায় তাদের নিবন্ধিত সদস্য সংখ্যা ২২৫ জন। গত বছর করোনায় নিবন্ধন করেছিলেন ১১৫ জন। আর এ বছর গতকাল পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৩৩ জন। অধিকাংশ ব্যবসায়ীই ব্যবসা পাল্টানোর চিন্তা করছেন।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জেলা শাখার সভাপতি ও গ্রীণ লাইব্রেরির স্বত্বাধিকারী মফিদুল ইসলাম সাদেক (স্বপন) বলেন, এ ব্যবসার সঙ্গে লক্ষাধিক পরিবারের জীবিকা জড়িত। কিন্তু এ দীর্ঘ সময়েও আমরা সরকারের পক্ষ থেকে কোনো প্রণোদনা কিংবা সাহায্য-সহযোগিতা পাইনি। কর্তৃপক্ষ আমাদের বিষয়টি বিবেচনা করলে এর সঙ্গে জড়িত কয়েক লাখ লোকের মুখে হাসি ফুটবে।’
দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময়ের জমজমাট ব্যবসা। একনামেই চেনে সবাই। মুন্সিপাড়ায় কিনতে গেলে যে কয়টি দোকানে সব রকম বই পাওয়া যায়, তার মধ্যে সোবহানিয়া লাইব্রেরি অন্যতম। দাদার আমল থেকে সুনামের সঙ্গে চলছিল ব্যবসা। পরিধি বাড়াতে শহরের দিনাজপুর সরকারি কলেজ মোড়ে লাইব্রেরির শাখা করে। পাশাপাশি ব্যবসায় নান্দনিকতা আনতে শুরু করেন দৃষ্টিনন্দন কফি শপ।
কলেজ মোড়ের লাইব্রেরিটি ও কফি শপ ছাত্রছাত্রীদের কোলাহলে মুখরিত থাকত সব সময়। কিন্তু করোনার ধাক্কায় তাতে ভাটা পড়ে। ব্যাংকের ঋণ আর ঋণের সুদ সামলাতে না পেরে ব্যবসা বন্ধ হয়ে গেছে। সপরিবারে এলাকা ছেড়েছেন সোবহানিয়া লাইব্রেরির কর্ণধার সিরাজ পাটোয়ারী। তাঁর বকেয়া আদায়ে লাইব্রেরিসহ সব সম্পদ নিলামে তুলেছে ব্যাংক।
রমরমা ব্যবসায় হঠাৎ ছন্দপতন। যে দোকানে সকাল থেকে রাত অবধি ভিড় লেগে থাকত, সেখানে করোনার শুরু থেকে ঝাঁপ ফেলে আবারও সুদিনের অপেক্ষায় রয়েছেন হাসমত বুক ডিপোর স্বত্বাধিকারী এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি দিনাজপুর জেলা শাখার সহসভাপতি আহসানউল্লাহ ভূঁইয়া কনক। দীর্ঘ দেড় বছর দোকান বন্ধ করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় নিজের পুঁজি ভেঙে সংসার চালাচ্ছেন তিনি।
জেলার কাহারোলের ১০ মাইলে লাইব্রেরির ব্যবসা করেন শহীদুল ইসলাম। করোনায় বই বেচাকেনা না থাকায় বাধ্য হয়ে তা বন্ধ রেখে শুরু করেছেন কসমেটিকস, মনোহারীসহ হরেক মালের ব্যবসা। শহীদুল ইসলাম বলেন, ‘স্কুল-কলেজ বন্ধ, কবে খুলবে তার ঠিক নেই। বই বিক্রি একবারেই বন্ধ। বাধ্য হয়ে ব্যবসায় পরিবর্তন এনেছি।’
জেলার বিরলের চৌরঙ্গী বাজারে খায়রুল লাইব্রেরির মালিক খায়রুল ইসলাম। ব্যবসা না থাকায় সব বই ফেরত দিয়েছেন। পরিবর্তে তুলেছেন কসমেটিকসহ জুতা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও বইয়ের ব্যবসা শুরু করবেন তিনি।
শুধু শহীদুল বা খায়রুল নয়। দিনাজপুরে বইয়ের দোকানগুলো এখন প্রায় ক্রেতাশূন্য। দোকানদারেরা প্রতিদিন নিয়মমাফিক দোকান খুলে বসে থাকেন ক্রেতাদের আশায়। সারা দিন শূন্য দৃষ্টি খুঁজে ফেরে তাঁদের। কিন্তু আর দেখা মেলে না। গতকাল শহরের মুন্সিপাড়ায় দেখা যায়, অধিকাংশ লাইব্রেরি বন্ধ। যারা খুলেছেন, তাঁরা সারা দিন বসে থাকেন ক্রেতাদের আশায়।
মুন্সিপাড়ার রবিউল লাইব্রেরির মালিক রবিউল ইসলাম বলেন, ‘সকাল থেকে সারা দিনে বিক্রি করেছি ৬০ টাকার। গত বৃহস্পতিবার বিক্রি হয়েছে মাত্র ২০ টাকার। আগে যেখানে মৌসুমে দৈনিক লক্ষাধিক টাকার বিক্রি হতো। অন্য সময়ে খুব কম হলেও ১০ হাজার টাকার হতো। এখন সারা মাসেও ১০ হাজার টাকার বিক্রি হয় না। কিন্তু দোকানভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারীর বেতন আগের মতোই আছে। পরিস্থিতি ভালো হওয়ার আশায় দেড় বছর ধরে পুঁজি ভেঙে চলছি। আর পারছি না। এখন যেকোনো সময় দোকান বন্ধ করে দিতে হবে।’
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি দিনাজপুর শাখার কর্মকর্তারা জানিয়েছেন, জেলায় তাদের নিবন্ধিত সদস্য সংখ্যা ২২৫ জন। গত বছর করোনায় নিবন্ধন করেছিলেন ১১৫ জন। আর এ বছর গতকাল পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৩৩ জন। অধিকাংশ ব্যবসায়ীই ব্যবসা পাল্টানোর চিন্তা করছেন।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জেলা শাখার সভাপতি ও গ্রীণ লাইব্রেরির স্বত্বাধিকারী মফিদুল ইসলাম সাদেক (স্বপন) বলেন, এ ব্যবসার সঙ্গে লক্ষাধিক পরিবারের জীবিকা জড়িত। কিন্তু এ দীর্ঘ সময়েও আমরা সরকারের পক্ষ থেকে কোনো প্রণোদনা কিংবা সাহায্য-সহযোগিতা পাইনি। কর্তৃপক্ষ আমাদের বিষয়টি বিবেচনা করলে এর সঙ্গে জড়িত কয়েক লাখ লোকের মুখে হাসি ফুটবে।’
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৪ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৪ ঘণ্টা আগে