পঞ্চগড় প্রতিনিধি
দুটি কিডনির সমস্যা নিয়ে এক কঠিন লড়াইয়ে আছেন পঞ্চগড়ের রনি আক্তার (৩০)। চিকিৎসকদের মতে, তাঁর দ্রুত কিডনি প্রতিস্থাপন করা জরুরি, না হলে জীবন সংকটে পড়তে পারেন তিনি। এদিকে অসুস্থ মেয়েকে বাঁচাতে নিজের এক কিডনি দিতে চান মা খালেদা বেগম, কিন্তু অর্থের অভাবে চিকিৎসার রাস্তাটি বন্ধ হয়ে গেছে পরিবারটির জন্য।
রনি আক্তার পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বাগানবাড়ি গ্রামের বাসিন্দা। ২০১৩ সালে বিয়ে হওয়ার পর তাঁর একটি দশ বছরের ছেলে রয়েছে। তিন বছর আগে রনির কিডনির সমস্যা শুরু হয় এবং পরে জানা যায়, তাঁর দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। দুই বছর ধরে তিনি নিয়মিত ডায়ালাইসিসের মধ্যে রয়েছেন, যার জন্য মাসে প্রায় ৩০ হাজার টাকা খরচ হচ্ছে। চিকিৎসা ও ডায়ালাইসিস বাবদ ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে ১০ লাখ টাকা খরচ করা হয়েছে।
রনির পরিবার জানায়, তাঁর বাবা উমের আলী একজন কৃষক। বয়সের কারণে বর্তমানে তিনি বেকার। পরিবারটি গরিব, দিনমজুরি করে কোনো রকমে চলে। এই অবস্থায় রনির মৃত্যুভয় তাঁদের জীবনে নতুন পরাধীনতা নিয়ে এসেছে। ধারদেনা ও আত্মীয়-স্বজনদের সাহায্যে রনিকে ডায়ালাইসিস করানোর চেষ্টা চলছে।
রনির চিকিৎসকেরা বলছেন, একটি কিডনি প্রতিস্থাপন করা ছাড়া অন্য কোনো উপায় নেই, আর এর জন্য প্রয়োজন ১০ লাখ টাকা। সন্তানের জীবন রক্ষার লক্ষ্যে মা খালেদা তাঁর কিডনি দিতে চান।
মা খালেদা বলেন, ‘আমি আমার মেয়েকে বাঁচাতে চাই, কিন্তু এক্ষুনি প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারছি না। আমরা দরিদ্র মানুষ। কীভাবে তার জন্য কিডনি কিনব?’ রনির বাবা উমের আলী বলেন, ‘আমরা আর্থিক সহযোগিতার জন্য সবার কাছে হাত বাড়াচ্ছি। সবার সহযোগিতা পেলে হয়তো মায়ের কিডনিতে আমাদের মেয়ে আবার বেঁচে যাবে।’
সাহায্য পাঠানোর ঠিকানা: রনি আক্তার সঞ্চয়ী হিসাব নম্বর: 62134002355, ব্যাংক এশিয়া, পঞ্চগড় শাখা।
দুটি কিডনির সমস্যা নিয়ে এক কঠিন লড়াইয়ে আছেন পঞ্চগড়ের রনি আক্তার (৩০)। চিকিৎসকদের মতে, তাঁর দ্রুত কিডনি প্রতিস্থাপন করা জরুরি, না হলে জীবন সংকটে পড়তে পারেন তিনি। এদিকে অসুস্থ মেয়েকে বাঁচাতে নিজের এক কিডনি দিতে চান মা খালেদা বেগম, কিন্তু অর্থের অভাবে চিকিৎসার রাস্তাটি বন্ধ হয়ে গেছে পরিবারটির জন্য।
রনি আক্তার পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বাগানবাড়ি গ্রামের বাসিন্দা। ২০১৩ সালে বিয়ে হওয়ার পর তাঁর একটি দশ বছরের ছেলে রয়েছে। তিন বছর আগে রনির কিডনির সমস্যা শুরু হয় এবং পরে জানা যায়, তাঁর দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। দুই বছর ধরে তিনি নিয়মিত ডায়ালাইসিসের মধ্যে রয়েছেন, যার জন্য মাসে প্রায় ৩০ হাজার টাকা খরচ হচ্ছে। চিকিৎসা ও ডায়ালাইসিস বাবদ ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে ১০ লাখ টাকা খরচ করা হয়েছে।
রনির পরিবার জানায়, তাঁর বাবা উমের আলী একজন কৃষক। বয়সের কারণে বর্তমানে তিনি বেকার। পরিবারটি গরিব, দিনমজুরি করে কোনো রকমে চলে। এই অবস্থায় রনির মৃত্যুভয় তাঁদের জীবনে নতুন পরাধীনতা নিয়ে এসেছে। ধারদেনা ও আত্মীয়-স্বজনদের সাহায্যে রনিকে ডায়ালাইসিস করানোর চেষ্টা চলছে।
রনির চিকিৎসকেরা বলছেন, একটি কিডনি প্রতিস্থাপন করা ছাড়া অন্য কোনো উপায় নেই, আর এর জন্য প্রয়োজন ১০ লাখ টাকা। সন্তানের জীবন রক্ষার লক্ষ্যে মা খালেদা তাঁর কিডনি দিতে চান।
মা খালেদা বলেন, ‘আমি আমার মেয়েকে বাঁচাতে চাই, কিন্তু এক্ষুনি প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারছি না। আমরা দরিদ্র মানুষ। কীভাবে তার জন্য কিডনি কিনব?’ রনির বাবা উমের আলী বলেন, ‘আমরা আর্থিক সহযোগিতার জন্য সবার কাছে হাত বাড়াচ্ছি। সবার সহযোগিতা পেলে হয়তো মায়ের কিডনিতে আমাদের মেয়ে আবার বেঁচে যাবে।’
সাহায্য পাঠানোর ঠিকানা: রনি আক্তার সঞ্চয়ী হিসাব নম্বর: 62134002355, ব্যাংক এশিয়া, পঞ্চগড় শাখা।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে