Ajker Patrika

ঘোড়াঘাটে আগুনে পুড়ল চার দোকান

দিনাজপুর প্রতিনিধি
ঘোড়াঘাটে আগুনে পুড়ল চার দোকান

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন ৩ নম্বর সিংড়া ইউনিয়নের মন্দির মার্কেটে এ আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ মার্কেটের রূপক কুমারের মোটরসাইকেল সার্ভিসের দোকানের ভেতরে আগুন দেখতে পেয়ে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। আগুন তাৎক্ষণিক আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে গোখাদ্য ও মোবাইল যন্ত্রপাতির চারটি দোকানের মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ক্ষতিগ্রস্ত দোকানদারদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাঁদের ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস বলছে দোকান গুলোতে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল সার্ভিসের দোকান মালিক রূপক কুমার সরকার বলেন, ‘আমার দোকানের প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এই দোকানের ওপর আমার সংসার চলত। এখন পথে নেমে গেলাম।’ 

গো খাদ্যের দোকান মালিক দিলীপ কুমার বলেন, ‘আমার দোকানে প্রায় ৬ লাখ টাকার মালামাল ছিল। তার মধ্যে প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমাদের চারটি দোকানে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ 

এদিকে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, ‘আমরা আগুনে ক্ষতিগ্রস্ত দোকান থেকে ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি। পাশাপাশি এসব দোকানে থাকা আরও প্রায় ৩ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে ভল্কানাইজিং দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত