Ajker Patrika

রাস্তা সংস্কারের ৭ দিনের মাথায় উঠে যাচ্ছে পিচ ঢালাই

প্রতিনিধি, দিনাজপুর
রাস্তা সংস্কারের ৭ দিনের মাথায় উঠে যাচ্ছে পিচ ঢালাই

দিনাজপুর খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের যুগীপাড়ার মোড় হতে মাঝাপাড়ার যাওয়ার রাস্তাটির কাজ গত ৭ দিন আগেই শেষ করা হয়। শুরু থেকেই রাস্তাটি তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নির্মাণের ৭ দিনের মধ্যেই এই রাস্তার পিচ ঢালাইয় উঠে যাচ্ছে। 

জানা যায়, উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের যুগীপাড়ার মোড় হতে মাঝাপাড়ার যাওয়ার ৫১৫ মিটার রাস্তা পাকাকরণে ব্যয় ধরা হয়েছে ৪২ লাখ টাকা। আর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ঠিকাদার হিসেবে এই রাস্তাটির কাজ করেছেন আক্কাস আলী। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পাকা রাস্তা নির্মাণে কাজ শুরুর পর থেকেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন ঠিকাদার। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন ঠিকাদারকে জানালেও তিনি তাঁদের অভিযোগে গুরুত্ব না দিয়ে তাড়াহুড়ো করে কাজ শেষ করেন। কিন্তু কাজ শেষ হওয়ার অল্পদিনের মধ্যেই রাস্তার পিচ উঠে যাচ্ছে। 

স্থানীয় বাসিন্দা বিনদ রায় বলেন, পিচ ঢালাইয়ের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এলাকার মানুষজন মিলে ঠিকাদারকে বারবার বলা পরেও কোন সাড়া দেয় নাই। 

এ ব্যাপারে ঠিকাদার আক্কাস আলীকে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। 

রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও পিচ উঠে যাওয়ার অভিযোগের সত্যতা নিশ্চিত করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা প্রকৌশলী হারুন-অর-রশিদ জানান, বর্ষাকালে রাস্তার পিচের কাজ করার বিষয়ে নিষেধ করা সত্ত্বেও ঠিকাদার জোর পূর্বক রাস্তাটির কাজ করেন। পুনরায় রাস্তা সংস্কার না করা পর্যন্ত কাজের বিল প্রদান করা হবে না বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত