Ajker Patrika

সেই মিনি স্টেডিয়াম থেকে বাঁশের হাট সরালেন ইউএনও

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
সেই মিনি স্টেডিয়াম থেকে বাঁশের হাট সরালেন ইউএনও

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে অবশেষে পৌরসভার ইজারা দেওয়া সেই সাপ্তাহিক বাঁশের হাট সরালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির। আজ বুধবার সাপ্তাহিক বাঁশের হাটটি স্টেডিয়াম মাঠ থেকে সরে পার্শ্ববর্তী জেলখানা মাঠে বসতে দেখা গেছে।

প্রতি সপ্তাহে বুধবার বাঁশের হাট বসায় স্টেডিয়াম মাঠে বাঁশের ছোট টুকরা ও কঞ্চিতে ভরে থাকত। এতে খেলাধুলা করতে গিয়ে শিশুসহ একাধিক তরুণ, যুবক আহত হয়েছে। মাঠে এক প্রকার খেলাধুলা বন্ধ হয়ে পড়েছিল। এর পর থেকেই স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল খেলাধুলার মাঠ থেকে বাঁশের হাটটি সরানোর। তবে পৌর কর্তৃপক্ষ সেদিকে কর্ণপাত না করে সাপ্তাহিক হাট ইজারার মাধ্যমে পরিচালনা করে আসছিল।

এ নিয়ে গত ৯ এপ্রিল ‘মিনি স্টেডিয়ামে বাঁশের হাট, খেলাধুলা ব্যাহত’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ ছাপা হয়। সংবাদ প্রকাশের পর এ প্রতিবেদককে ইউএনও জানিয়েছিলেন, স্টেডিয়াম থেকে বাঁশের হাট সরাতে পৌর কর্তৃপক্ষকে প্রাথমিকভাবে বলা হয়েছে, না সরালে ব্যবস্থা নেওয়া হবে। তবে ইউএনওর মৌখিক নির্দেশ উপেক্ষা করে গত ২০ এপ্রিল আবারও হাট বসায় পৌরসভার নিয়োগকৃত ইজারাদার। খবর পেয়ে ইউএনও সরেজমিনে ওই দিন স্টেডিয়াম মাঠে গিয়ে বাঁশের হাট বসানোর কার্যক্রম স্থগিত রাখতে বলেন। তবে পৌরসভা কর্তৃপক্ষ ও ইজারাদার আইয়ুব আলী মিলে ইউএনওর কাছে আগামী সপ্তাহে হাটটি অন্যত্র বসানো হবে বলে অঙ্গীকার করে সেদিনকার মতো হাট পরিচালনা করেন। এরপর আজ বুধবারের সাপ্তাহিক হাটটি স্টেডিয়াম থেকে সরিয়ে পার্শ্ববর্তী জেলখানা মাঠে বসিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ।

ইউএনও জুলকার নাইন আজকের পত্রিকাকে বলেন, ‘মিনি স্টেডিয়াম থাকবে খেলাধুলার জন্য উন্মুক্ত। সেখানে কেন বাঁশের হাট বসবে। বিষয়টি আমার নজরে আসার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত