সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে মোছা. মাহমুদা আক্তার (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী মো. আবদুল মালেক মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে আবদুল মালেককে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।
এর আগে গতকাল বুধবার রাতে গৃহবধূ মাহমুদা আক্তারের গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের মো. মেনহাজ উদ্দিনের মেয়ে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, প্রায় বছর ১২ আগে তাঁদের বিয়ে হয়। দুই সন্তানও রয়েছে। তবে বিয়ের পর থেকেই মাহমুদা আক্তারকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন তাঁর স্বামী। এ নিয়ে কয়েক দফা মীমাংসাও করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও চেয়ারম্যান। এরপরও নির্যাতন করেন। মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে মাহমুদা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
গাইবান্ধার সুন্দরগঞ্জে মোছা. মাহমুদা আক্তার (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী মো. আবদুল মালেক মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে আবদুল মালেককে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামের মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।
এর আগে গতকাল বুধবার রাতে গৃহবধূ মাহমুদা আক্তারের গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করা হয়। তিনি একই ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের মো. মেনহাজ উদ্দিনের মেয়ে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, প্রায় বছর ১২ আগে তাঁদের বিয়ে হয়। দুই সন্তানও রয়েছে। তবে বিয়ের পর থেকেই মাহমুদা আক্তারকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন তাঁর স্বামী। এ নিয়ে কয়েক দফা মীমাংসাও করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও চেয়ারম্যান। এরপরও নির্যাতন করেন। মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে মাহমুদা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
আলমগীর জানান, বাড়ির পাশের কুমড়োর খালের ধারে শূন্যরেখা বরাবর তাঁর একটি মাছের ঘের রয়েছে। অতিবৃষ্টিতে ঘেরটি তলিয়ে যাওয়ায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি ঘেরে নেট দিতে গেলে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছররা গুলি ছোড়ে। এতে তাঁর মাথা, মুখ, ডান চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।
৬ মিনিট আগেঅন্তঃসত্ত্বা সাদিয়া দিশেহারা হয়ে গেলেন স্বামীর শেষ স্মৃতি গর্ভের সন্তানের নিরাপত্তার কথা ভেবে। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় বাবা শাহাব উদ্দিন ওরফে আব্দুর রাজ্জাক এসে তাঁকে নিয়ে গেলেন ঈশ্বরগঞ্জ উপজেলার পুনাইল গ্রামে নিজ বাড়িতে। এমন কঠিন দুঃসময়ে পাশে দাঁড়াননি শ্বশুরবাড়ির লোকজন। পাননি কোনো সান্ত্বনাও।
১০ মিনিট আগেসাংস্কৃতিক সংগঠক ও আওয়ামী লীগ নেতা কামাল পাশা চৌধুরীকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছে তাঁর পরিবার।
৩১ মিনিট আগেশ্রীপুর পৌরসভার চৌরাস্তা এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়কের এক কিলোমিটারজুড়ে পিচ উঠে গেছে, বেরিয়ে এসেছে নিচের পাথর। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় গর্ত, তাতে জমেছে বৃষ্টির পানি। ছোট গাড়ি থেকে শুরু করে কনটেইনারবাহী ট্রাক পর্যন্ত এসব গর্তের ভেতর দিয়ে হেলেধুলে চলাচল করছে। যানজটও লেগে থাকছে দীর্ঘ সময়।
১ ঘণ্টা আগে