Ajker Patrika

ফুলবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে দলিল লেখক জেলহাজতে

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৮: ০৬
ফুলবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে দলিল লেখক জেলহাজতে

দিনাজপুরের ফুলবাড়ীতে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুসা আলম (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা-পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর কদমতলীতে এ ঘটনা ঘটে। আটক মুসা আলম পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন দলিল লেখক।

মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই গৃহবধূ ফুলবাড়ী থেকে আশ্রয়ণ প্রকল্পের নিজ বাড়িতে যাওয়ার সময় পৌর এলাকার উত্তর কৃষ্ণপুর কদমতলীতে মুসা আলম ওই গৃহবধূর পথরোধ করে জোরপূর্বক রাস্তার পাশের ধানখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় ওই গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মুসা আলমকে হাতেনাতে আটক করে থানায় খবর দেয়। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধারসহ মুসা আলমকে আটক করে থানায় নেয়। এ ব্যাপারে ওই গৃহবধূ বাদী হয়ে বৃহস্পতিবার ফুলবাড়ী থানায় ধর্ষণচেষ্টার মামলা করেছেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, মুসা আলম ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেছে এমন অভিযোগ পাওয়া গেছে। তাঁকে আটক করে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত