Ajker Patrika

ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন, ইভিএমে ধীরগতির অভিযোগ ভোটারদের

মারুফ কিবরিয়া ও শিপুল ইসলাম, রংপুর থেকে
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১৩: ০০
ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন, ইভিএমে ধীরগতির অভিযোগ ভোটারদের

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সকাল থেকে উপস্থিতি কম হলেও বেলা হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারের সংখ্যা। প্রায় প্রতিটি কেন্দ্রেই দীর্ঘ লাইন লক্ষ করা যায়। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণে ধীরগতির অভিযোগ করছেন ভোটাররা। 

সরেজমিনে দেখা যায়, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারছেন না অনেকে। নগরীর হাজিরহাট থানার উত্তম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন মশিউর রহমান নামের এক ভোটার। তিনি জানান, তিন ঘণ্টা ধরে লাইনে অপেক্ষা করে ভোট দিতে পারেননি। 
 
আরেক ভোটার নুরুল ইসলাম অভিযোগ করেন, যারা ভোট গ্রহণের দায়িত্বে আছেন, তাঁরা সঠিকভাবে কাজ করছেন না। তিনি বলেন, ‘সকাল থেকে না খেয়েই আসছি। খালি পেটে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব।’ 

একই কেন্দ্রর নারী ভোটার হোসনে আরা জানান, ‘আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা লাগবে জানি না। আড়াই ঘণ্টা হইলো এই লাইনে। সামনের দিকে আরও অনেক ভোটার। ইভিএম নষ্ট কি না, বুঝতেছি না।’ 

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিটি কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন। ছবি: আজকের পত্রিকাএই কেন্দ্রের দায়িত্ব থাকা প্রিসাইডিং কর্মকর্তা সৌরভ হোসেন বলেন, ‘দুপুর হতেই ভোটার অনেক বেড়েছে। অনেক ভোটার ইভিএমে ভোট দিতে জানেন না। তাঁদের শেখাতে শেখাতে সময় লেগে যাচ্ছে। অনেক ভোটারকে বুঝিয়ে দিলেও বুঝছেন না।’ 

এই প্রিসাইডিং কর্মকর্তা আরও বলেন, ‘ইভিএমে কোনো সমস্যা নেই। আমরা কিছুক্ষণ পরপরই মেশিনের ওপর নজর রাখছি।’ 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ২২৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত