Ajker Patrika

ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ১৩ জুন ২০২২, ১৮: ১০
ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনাজপুরের কোম্পানি মোড়ে ট্রাকচাপায় সাইকেল আরোহী নাহিদ হাসান (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কের কোম্পানি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করেছে পুলিশ। 

নিহত নাহিদ হাসান বিরল উপজেলার ফুলতলা বাজার গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। সে দিনাজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। 

স্থানীয় বাসিন্দা শাহজাহান বলেন, স্কুল ছুটির পর তিন বন্ধু মিলে তিনটি সাইকেলে করে বাড়ি ফিরছিল। বিদ্যালয় থেকে দক্ষিণ দিকে দিনাজপুর শহরের অভিমুখে ৪০০ গজ যাওয়ার পর কোম্পানি মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক নাহিদকে ধাক্কা দেয়। এ সময় নাহিদ ছিটকে পড়ে যায় এবং ট্রাকচাকায় ঘটনাস্থলেই মারা যায়। 

এদিকে, নাহিদের মৃত্যুর খবর পেয়ে দশমাইল-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ওই বিদ্যালয়ে শিক্ষার্থীরা। ফলে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে। পরে উপযুক্ত বিচারের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। ঘটনার ৪০ মিনিট পর যানচলাচল স্বাভাবিক হয়। 

দিনাজপুর কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক আসাদুজ্জামান আসাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত