Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রের বাইরে থাকায় প্রিসাইডিং কর্মকর্তা বহিষ্কার

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২১ মে ২০২৪, ০৯: ৪৪
ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রের বাইরে থাকায় প্রিসাইডিং কর্মকর্তা বহিষ্কার

ঠাকুরগাঁও সদরে উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁর নাম মো. মাজাহারুল ইবনে মোবারক। তিনি ভূল্লী কুমারপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

আজ মঙ্গলবার সকালে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সোলেমান আলী। তিনি বলেন, নিয়মানুযায়ী নির্বাচনী সরঞ্জাম নিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তারা নিজ কেন্দ্রে অবস্থান করবেন। কিন্তু ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার গতকাল সোমবার রাত ৮টার দিকে কেন্দ্রে তাকে পাওয়া যায়নি। এ জন্যই তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সদরের এলজিইডির সহকারী প্রকৌশলী ও বহিষ্কৃত প্রিসাইডিং কর্মকর্তা মাজাহারুল ইবনে মোবারক জানান, তিনি নাশতা করতে একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন। পরে দায়িত্বরত কর্মকর্তারা তাঁকে কেন্দ্রে দেখতে না পেয়ে বহিষ্কার করেন। 

উল্লেখ্য, দ্বিতীয় ধাপের নির্বাচনে আজ সদর উপজেলা পরিষদের ভোট গ্রহণ চলছে। সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অরুণাংশু দত্ত (আনারস), সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার (মোটরসাইকেল), সহসভাপতি রওশনুল হক (ঘোড়া) ও আওয়ামী লীগের নেতা কামরুল হাসান (কাপ পিরিচ)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত