Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে মা-মেয়েসহ একই পরিবারের ৩ জন নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৫: ১৪
ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে মা-মেয়েসহ একই পরিবারের ৩ জন নিহত

ঠাকুরগাঁওয়ে একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকার সাইদুরের রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত ব্যক্তিরা হলেন সাগর চন্দ্র দাসের স্ত্রী দীপ্তি রানী (৪০), তাঁর মেয়ে পূজা রায় (১০) ও সাগরের ছোট ভাই উমাকান্তের ছেলে পলক (৯)।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, শীতের সকালে রোদ পোহাতে বাড়ির আঙিনায় বসে ছিলেন সাগর চন্দ্র দাস, তাঁর স্ত্রী দীপ্তি রানী, মেয়ে পূজা রায় ও তাঁর ছোট ভাইয়ের ছেলে পলক। এ সময় আচমকা বিকট শব্দ হয়ে বয়লার বিস্ফোরিত হয়ে তাঁদের ওপর পড়ে। তাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অবস্থায় সাগর ও প্রতিবেশী নিখিলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঠাকুরগাঁও হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহীয়া রওনক বলেছেন, আহত দুজনের চিকিৎসা চলছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ আজকের পত্রিকাকে বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত