Ajker Patrika

বোদায় ৯৪টি পূজামণ্ডপের কাজ শেষের পথে

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১৬
বোদায় ৯৪টি পূজামণ্ডপের কাজ শেষের পথে

আর কয়েক সপ্তাহ পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এরই মধ্যে মৃৎশিল্পীরা প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন। চলছে রং-তুলির কাজ। 

গত বছর পূজায় জমজমাট আয়োজন করতে না পারলেও এ বছর লকডাউন শিথিল থাকায় অনেকটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। গত বছর বোদা উপজেলায় ৮৮টি মণ্ডপ থাকলেও এবার ৯৪টি মণ্ডপে পূজার আয়োজন করা হচ্ছে। বোদা পৌরসভায় ছয়টি মণ্ডপ সাজানো হয়েছে। নিজেদের মণ্ডপ সাজাতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে আয়োজকেরা। কার প্রতিমা কত ভালো হবে, তা নিয়ে চলছে জোর চেষ্টা। 

শুধু প্রতিমা তৈরিতে পূজা উদ্‌যাপন কমিটি সন্তুষ্ট নয়, মণ্ডপের চারদিক আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। লাগানো হচ্ছে বাহারি লাইটিং। 

বোদা বাজার গোবিন্দ জিঁ মন্দিরের পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বাবু পরেশ চন্দ্র বর্মণ বলেন, `দুর্গা মাকে বরণ ও বিদায় জানাতে আমরা প্রস্তুত। সবকিছু স্বাভাবিক থাকলে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদ্‌যাপন করা হবে। পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।'

বোদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল মোমিন জানান, গত বছর ৫০০ কেজি করে চাল বরাদ্দ ছিল। তবে এ বছর এখন পর্যন্ত বরাদ্দ পাওয়া যায়নি। 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বলেন, `আমরা সার্বিকভাবে প্রস্তুত আছি। পূজা শুরু হলেই আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে চেষ্টা অব্যাহত থাকবে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত