সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা তাদের ওপর অনাস্থা প্রস্তাব দিয়েছেন পরিষদের ১০ জন সদস্য। এ বিষয়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।
আজ সোমবার বেলা ১১টার দিকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রোববার এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম মুকুল ও সচিব মো. মিজানুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
তবে অভিযোগের বিষয়টি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট উল্লেখ করে ইউপি চেয়ারম্যান ও সচিব বলেন, ‘তাঁরা (ইউপি সদস্যরা) আমাদের কাছ থেকে কিছু অনৈতিক সুবিধা চেয়েছিলেন। এতে আমরা রাজি হয়নি। সে কারণেই তাঁরা আমাদের জড়িয়ে এ ধরনের অপবাদ রটাচ্ছেন।’
অভিযোগে ইউপি সদস্যরা উল্লেখ করেন, পরস্পর যোগসাজশে ইউপি চেয়ারম্যান ও পরিষদ সচিব দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। ২০২১ সালের ২৮ নভেম্বর ওই ইউনিয়নে ভোট হয়। কিন্তু ২০২৩ সালের ২০ মার্চ পর্যন্ত এনজিও থেকে মাত্র ৪টি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে। বাকি কমিটি না করে ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের টাকা আত্মসাৎ করেছেন।
সেই সঙ্গে ২০২২-২৩ অর্থ বছরের মাতৃকালীন ভাতার তালিকা মনগড়া জমা দিয়েছেন চেয়ারম্যান ও সচিব। এ বিষয়ে ইউপি সদস্যদের কিছু জানানো হয়নি। একই অর্থ বছরের উন্নয়ন সহায়তা তহবিল ওয়ার্ড সভা এবং সদস্যদের রেজুলেশন ছাড়া প্রকল্প জমা দিয়েছেন।
এ ছাড়াও বিগত দিনের উদ্যোক্তাকে বাদ দিয়ে নতুন অযোগ্য অদক্ষ উদ্যোক্তা নিয়োগ দেন এবং চেয়ারম্যান নিজস্ব লোক মো. আতিকুর রহমানকে উদ্যোক্তার অফিসে বসান। তিনি হরহামেশায় বিভিন্ন ব্যক্তির স্বাক্ষর জাল করে থাকেন। এ ছাড়াও সাধারণ জনগণ ও ইউপি সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করেন। ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত হাট-বাজারের ১ থেকে ১০ শতাংশ বরাদ্দ ইউপি সদস্যদের সঙ্গে আলোচনা না করেই চেয়ারম্যান নিজে ইচ্ছেমতো বণ্টন করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের সভা না করেই সভার ভুয়া রেজুলেশন প্রদর্শন এবং ইউনিয়ন পরিষদ সদস্যদের স্বাক্ষর জাল করাসহ, কাজ না করেই কাগজে-কলমে উন্নয়নকাজ দেখিয়ে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করার অভিযোগও করেছেন ইউপি সদস্যরা।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা তাদের ওপর অনাস্থা প্রস্তাব দিয়েছেন পরিষদের ১০ জন সদস্য। এ বিষয়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।
আজ সোমবার বেলা ১১টার দিকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রোববার এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম মুকুল ও সচিব মো. মিজানুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
তবে অভিযোগের বিষয়টি মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট উল্লেখ করে ইউপি চেয়ারম্যান ও সচিব বলেন, ‘তাঁরা (ইউপি সদস্যরা) আমাদের কাছ থেকে কিছু অনৈতিক সুবিধা চেয়েছিলেন। এতে আমরা রাজি হয়নি। সে কারণেই তাঁরা আমাদের জড়িয়ে এ ধরনের অপবাদ রটাচ্ছেন।’
অভিযোগে ইউপি সদস্যরা উল্লেখ করেন, পরস্পর যোগসাজশে ইউপি চেয়ারম্যান ও পরিষদ সচিব দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। ২০২১ সালের ২৮ নভেম্বর ওই ইউনিয়নে ভোট হয়। কিন্তু ২০২৩ সালের ২০ মার্চ পর্যন্ত এনজিও থেকে মাত্র ৪টি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে। বাকি কমিটি না করে ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের টাকা আত্মসাৎ করেছেন।
সেই সঙ্গে ২০২২-২৩ অর্থ বছরের মাতৃকালীন ভাতার তালিকা মনগড়া জমা দিয়েছেন চেয়ারম্যান ও সচিব। এ বিষয়ে ইউপি সদস্যদের কিছু জানানো হয়নি। একই অর্থ বছরের উন্নয়ন সহায়তা তহবিল ওয়ার্ড সভা এবং সদস্যদের রেজুলেশন ছাড়া প্রকল্প জমা দিয়েছেন।
এ ছাড়াও বিগত দিনের উদ্যোক্তাকে বাদ দিয়ে নতুন অযোগ্য অদক্ষ উদ্যোক্তা নিয়োগ দেন এবং চেয়ারম্যান নিজস্ব লোক মো. আতিকুর রহমানকে উদ্যোক্তার অফিসে বসান। তিনি হরহামেশায় বিভিন্ন ব্যক্তির স্বাক্ষর জাল করে থাকেন। এ ছাড়াও সাধারণ জনগণ ও ইউপি সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করেন। ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত হাট-বাজারের ১ থেকে ১০ শতাংশ বরাদ্দ ইউপি সদস্যদের সঙ্গে আলোচনা না করেই চেয়ারম্যান নিজে ইচ্ছেমতো বণ্টন করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের সভা না করেই সভার ভুয়া রেজুলেশন প্রদর্শন এবং ইউনিয়ন পরিষদ সদস্যদের স্বাক্ষর জাল করাসহ, কাজ না করেই কাগজে-কলমে উন্নয়নকাজ দেখিয়ে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করার অভিযোগও করেছেন ইউপি সদস্যরা।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৩ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৩ ঘণ্টা আগে